এখন পড়ছেন
হোম > রাজ্য > সাঙ্গ হতে চলেছে বামফ্রন্টে বিমান বসু জামানা? জল্পনা চরমে

সাঙ্গ হতে চলেছে বামফ্রন্টে বিমান বসু জামানা? জল্পনা চরমে

সিপিএমের রাজ্য সম্মেলন থেকেই পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃত্ব নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। যার জেরে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও অসুস্থ গৌতম দেব। বিমান বসু একমাত্র প্রবীণ নেতা হিসেবে রাজ্য কমিটিতে রয়ে গেছিলেন। এখন বিমান বসুকে পলিটব্যুরো থেকে সরানোর জন্য দাবি তুললো কেরল লবি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে সিপিএমের ২২ তম পার্টি কংগ্রেস। সেখানেই বিমান বসুর নাম পলিটব্যুরো সদস্যপদ থেকে খারিজ করা হবে বলে অনুমান করা হচ্ছে। মনে করা হচ্ছে একই সাথে বরিষ্ঠ নেতা হিসেবে রামচন্দ্রণ পিল্লাইয়ের নাম ও  পলিটব্যুরো সদস্য পদ থেকে খারিজ হতে পারে। বিমান বসুকে সরানো হলে সেক্ষেত্রে প্রকাশ কারাত অনুগামীরা পলিটব্যুরোতে কেরল লবির সংখ্যা বাড়ানোর চেষ্টায় থাকবেন। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিমান বসু’র পরিবর্ত হিসেবে কোনো যোগ্য নেতার অভাব রয়েছে। এখন আগামী কয়েকদিনের মধ্যে সিপিএমের পার্টি কংগ্রেসে পলিটব্যুরোয় বিমান বসুর অবস্থান ও ভবিষ্যত নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে তাকিয়ে রাজ্যের সমস্ত বাম সমর্থক সহ অন্যান্য দলের কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!