পুরুলিয়ায় মৃত বিজেপি-কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিশেষ খবর রাজ্য June 12, 2018 পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রীতিমত সরগরম পুরুলিয়া। একদিকে যেমন দুর্দান্ত ফলাফল করে সবাইকে তাকে লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির, অন্যদিকে তেমনই তিনদিনের মাথায় দু-দুজন বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আর তারপর থেকেই পুরুলিয়া বনধ ডাকা থেকে আরম্ভ করে ধর্ণা মঞ্চে শীর্ষনেতাদের অবস্থান – সবদিক দিয়েই গেরুয়া শিবিরের উজ্জ্বল উপস্থিতি। কিন্তু, দু-দুজন রাজনৈতিক কর্মীর এইভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় চুপ করে আর বসে থাকতে পারলেন না বামফ্রন্টের চেয়ারম্যান তথা বর্ষীয়ান রাজনীতিবিদ বিমান বসু। পুরুলিয়ার বাম নেতা অমিয় পাত্রকে সঙ্গে নিয়ে এই কঠিন সময়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াবার জন্য ছুটে গেলেন তিনি পুরুলিয়ায়। সেখানে মৃত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান বিমান বাবু। আপনার মতামত জানান -