এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিমান ছাড়ার আগেই প্রাণ ভয়ে বিমান থেকে নেমে এলেন যাত্রীরা, ব্যাপক চাঞ্চল্য দমদম বিমানবন্দরে

বিমান ছাড়ার আগেই প্রাণ ভয়ে বিমান থেকে নেমে এলেন যাত্রীরা, ব্যাপক চাঞ্চল্য দমদম বিমানবন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সন্ধে বেলায় একটি যাত্রীবাহী বিমান ছাড়ার আগেই বিমানের ভেতরে পাওয়া গেল একটি ফণা তোলা সাপ। যা দেখে ছড়ালো তীব্র আতঙ্ক। প্রাণভয়ে বিমান থেকে নেমে এলেন সকলে। অন্য একটি যাত্রীবাহী বিমানে করে যাত্রীদের পাঠানো হলো গন্তব্যস্থলে। গতকাল সন্ধ্যায় এই ঘটনায় একেবারে হুলুস্থূল বেঁধে যায় দমদম বিমানবন্দরে।

গতকাল মধ্যপ্রদেশের রায়পুর থেকে যাত্রীদের নিয়ে একটি বিমান এসে পৌঁছায় দমদম বিমানবন্দরে। এরপর বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে। যাত্রীরা যখন বিমানে উঠে পড়েছেন। সে সময় বিমানের কার্গো বিভাগে একটি সাপ পাওয়া যায় মালপত্র রাখতে গিয়ে ফনা তোলা সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বিমানকর্মীরা। দ্রুত বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর বিমানবন্দরের পক্ষ থেকে বনদপ্তরের কাছে খবর পাঠালে, দ্রুত সেখানে উপস্থিত হন বনদপ্তরের কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁরা অল্প সময়েই সেখান থেকে উদ্ধার নিয়ে যান সাপটি। কিন্তু এই ঘটনা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রাণভয়ে বিমান থেকে নামতে শুরু করেন অনেকে। শেষ পর্যন্ত অন্য একটি বিমানে করে মুম্বাই পাঠানো হয় যাত্রীদের। সাপ উদ্ধার করার পর বিমান স্যানিটাইজ করা হয়। এই ঘটনা নিয়ে গতকাল ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় দমদম বিমানবন্দরে। হলিউডের একটি সিনেমা স্নেক অন এ প্লেন এ এরকম দৃশ্য দেখা গিয়েছিল। কিন্তু বাস্তবে এরকম দৃশ্য একান্তই বেনজির বলা চলে।

গতকালের এই ঘটনা নানা প্রশ্ন তুলে দিয়েছে। কি করে এই সাপ পৌঁছেছে বিমানের কার্গো কক্ষে? এই সাপ কোথা থেকে এলো বিমানে? বিমানে নিরাপত্তার কারণে যেখানে সবকিছু খুঁটিয়ে দেখা হয়, সেখানে কি করে এই ঘটনা ঘটলো? মধ্যপ্রদেশ থেকে যখন বিমান ছাড়ে তখন থেকেই কি সাপটি ছিল সেখানে? কোনো ব্যক্তির নজরে কেন পড়েনি বিষয়টি? সাপটি বিষধর ছিল কিনা? তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। কিন্তু এই ঘটনা থেকে যে দুর্ঘটনা ঘটতেই পারতো, তা অস্বীকার করা যায় না। নজরদারির বিষয়টিও নিয়েও তাই উঠে এসেছে নানা প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!