এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিনামূল্যে রেশন বন্ধ করতে চলেছে কেন্দ্র, রাজ্য হাঁটতে চলেছে কোন কোন পথে? জানালেন খাদ্যমন্ত্রী

বিনামূল্যে রেশন বন্ধ করতে চলেছে কেন্দ্র, রাজ্য হাঁটতে চলেছে কোন কোন পথে? জানালেন খাদ্যমন্ত্রী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ করার ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে আগামী ৩০ সে নভেম্বরের পর থেকে আর বিনামূল্যে দেয়া হবে না রেশন। এই পরিস্থিতে রাজ্য কোন পথে হাঁটবে? তা নিয়ে যথেষ্ট রকম প্রশ্ন উঠেছিল। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে যে রেশন দেওয়া হয়। সেই পরিষেবা বন্ধ করা হবে না।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, বিনামূল্যে রেশন দেবার জন্য রাজ্য সরকারের যে বরাদ্দ রয়েছে, তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হচ্ছিল, সেটা বন্ধ করে দেয়া হচ্ছে। গরিব কল্যাণ এর নাম করে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে, হঠাৎ কেন কেন্দ্র সরকার তা বন্ধ করে দিল? তা তিনি জানেন না। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি এখনো চলে যায়নি। তার মধ্যেই কেন্দ্র কেন বিনামূল্যে রেশন বন্ধ করে দিচ্ছে? এটা কেন্দ্রই বলতে পারবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রাজ্য সরকার খাদ্যসাথীর মাধ্যমে যে রেশন ব্যবস্থা চালু রেখেছে, সেখানে মানুষকে বিনা মূল্যে রেশন দেয়া হবে। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার গিমিক করে নির্বাচনের জন্য বিনামূল্যে রেশন চালু করেছিল। মানুষের অসুবিধার কথা চিন্তা করে যদি এই পরিষেবা চালু করতে, তাহলে তা এভাবে বন্ধ করে দিত না। তিনি অভিযোগ করেছেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

অর্থাৎ, কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও, রাজ্যের পক্ষ থেকে বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখা হবে বলে জানালেন, রাজ্যের খাদ্যমন্ত্রী। অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখার দাবি করেছেন। তিনি জানিয়েছেন, করোনা অতিমারী এখনো রয়েছে, এই অবস্থায় বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ করে দেয়া হলে, দরিদ্র মানুষেরা আরো বিপাকে পড়বেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!