এখন পড়ছেন
হোম > জাতীয় > বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা, এখনই সাবধান হোন

বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা, এখনই সাবধান হোন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিজেকে ব্যাঙ্ক কর্মী বা ব্যাঙ্ক ম্যানেজার বলে পরিচয় দিয়ে ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট বা এটিএম কার্ড এর ডিটেইলস হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দেবার জাল দেশে দীর্ঘদিন ধরেই বিস্তৃত। কিন্তু এখন অনেকেই বিষয়টি নিয়ে সচেতন। তাই প্রতারকের ফোন এলেও সহজে কেউ ফাঁদে পা দিচ্ছেন না। তাই এবার অন্য পন্থা নিয়েছে বেশকিছু প্রতারক। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার নাম করে সমস্ত ডিটেইলস নিয়ে হাতিয়ে নিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট।

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বয়স্ক মানুষদের করোনার তৃতীয় টিকা বা বুস্টার ডোজ দেবার কথা ঘোষণা করেছিলেন। এই বুস্টার ডোজকে হাতিয়ার করেই প্রতারণার জাল বিছিয়েছে বেশকিছু প্রতারক। জানা যাচ্ছে, এরা টার্গেট করছে বয়স্ক মানুষদের। ফোন করে অনলাইনে বুস্টার ডোজ দেবার জন্য রেজিস্ট্রেশন করাতে বলা হচ্ছে। সেই ফাঁদে পা দিলেই গায়েব হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্টের লক্ষ লক্ষ টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মুম্বাইয়ের বহু মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। অন্য রাজ্যেও এই ধরনের ফোন আসতে শুরু করেছে। বয়স্কদের ফোন করছে প্রতারকেরা। ফোন করে তাকে জানিয়ে দেয়া হচ্ছে যে, কবে কোথা থেকে করোনার প্রথম টিকা ও দ্বিতীয় টিকা তারা নিয়েছিলেন। সমস্ত তথ্য সত্যি হবার পর অনেকেই বিশ্বাস করছেন, কোন সরকারি দপ্তর থেকে এই ফোনটি এসেছে। এরপরই সেই ব্যক্তিকে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

আর এর ফাঁকে ফাঁকে রেজিস্ট্রেশন করিয়ে দেবার নাম করে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত, এটিএম সম্পর্কিত কিছু তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা। এরপর একটি ওটিপি নম্বর সেখানে যাচ্ছে। সেই নম্বর জানবার জন্য নির্দেশ করা হচ্ছে। একবার এই নম্বর প্রতারকদের হাতে তুলে দিলেই নিমেষের মধ্যে লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে। মুম্বাইতে একাধিক ব্যক্তি এমন প্রতারণার জাল পড়েছেন। অনেকে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

এরপর পুলিশের পক্ষ থেকে মানুষকে সজাগ করে দেয়া হয়েছে। এরকম প্রতারণার ফাঁদে যাতে কেউ পা না দেন, সে বিষয়ে সতর্ক করে দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, সরকার থেকে কখনোই ফোন করে ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয় না। তাই এই ধরনের যদি কখনো কোনো ফোন আসে, তাকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, ভ্যাকসিন সংক্রান্ত ডিটেইলস কোথা থেকে পাচ্ছে এরা? অনেকেই মনে করছেন কো উইন অ্যাপ থেকে ডিটেলস গুলি বের করে এনে প্রতারণার জাল পাতছে প্রতারকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!