এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিনা পয়সার চাল ফোটাবেন ৯০০ টাকার গ্যাস দিয়ে? ওদের ভাল করে ফুটিয়ে দিন।” – বিস্ফোরক মুখ্যমন্ত্রী

“বিনা পয়সার চাল ফোটাবেন ৯০০ টাকার গ্যাস দিয়ে? ওদের ভাল করে ফুটিয়ে দিন।” – বিস্ফোরক মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মুখে ক্রমশ বিজেপিকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চুঁচুড়ার জনসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, বিনামূল্যের চাল ফোঁটাতে ৯০০ টাকার গ্যাস কিনতে হচ্ছে। বিজেপিকেই ভালো করে ফুটিয়ে দেবার নিদান দিলেন তিনি। মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন, বিজেপি হলো চোরেদের পার্টি। বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোন মামলা হবে না।

চুঁচুড়ার বিজেপি প্রার্থী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এখান থেকে জিতেছেন লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু ভোটে জয়লাভ করে তিনি শুধু ঘুরে বেড়াচ্ছেন। তিনি জানান, এখানকার প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নন, তিনি আসলে সারদার গলার লকেট। এর পরে তিনি জানালেন, বাংলার মেরুদন্ড ভেঙ্গে দেবার ক্ষমতা নরেন্দ্র মোদী বা অমিত শাহের নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানান, গুজরাট কখনোই বাংলা শাসন করবে না, বাঙালিরাই বাংলা শাসন করবে। তিনি প্রশ্ন করেছেন, বাংলায় কেন ৮ দফায় নির্বাচন করানো হচ্ছে? ২ দফাতেও নির্বাচন সম্পন্ন করা যেত। তিনি প্রশ্ন করেছেন, বিজেপি কি চায়? বিজেপির চালাকি এখানে চলবে না। করোনা হয়েছে বলে এখন নির্বাচন বন্ধ করতে পারে বিজেপি। কিন্তু এমন চালাকি চলবে না। নির্বাচন যখন শুরু হয়েছে, তখন তা শেষ করতেই হবে।

চুঁচুড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, আগামী দিনের খেলার মাঠে খেলতে হবে। বিজেপিকে মাঠ খালি করে দিতে হবে। ভোট জোড়া ফুলে দিতে হবে। তিনি জানান, দাঙ্গা করে পদ্মফুলকে নষ্ট করে দিয়েছে বিজেপি। বিজেপি দাঙ্গা করলে তাঁরা পাঙ্গা নেবেন। ভোটের আগে তাঁর পায়ে আঘাত করে দিয়েছে বিজেপি, যাতে তিনি বাইরে না বের হতে পারেন। মুখ্যমন্ত্রী জানান, মা ও বোনেদের দুটো পা দিয়েই তিনি যা করার তা করবেন। এরপর তিনি জানালেন, এক পায়ে তৃণমূল বাংলা জয় করবে, আর আগামী দিনে দুপায়ে ভর করে তৃণমূল দিল্লি জয় করবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!