এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সা স্বাস্থ্য আর বিনা পয়সায় শিক্ষা, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না যা এরাজ্যে রয়েছে।” -জানালেন মুখ্যমন্ত্রী

“বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সা স্বাস্থ্য আর বিনা পয়সায় শিক্ষা, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না যা এরাজ্যে রয়েছে।” -জানালেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে ভারতের মধ্যে শ্রেষ্ঠ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে নতুন মাদার অ্যান্ড চাইল্ড হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাদার অ্যান্ড চাইল্ড হাব নির্মাণ করতে মোট খরচ হয়েছে ২৪ কোটি টাকা। এখানে ১০০ টি বেডের প্রসূতি ওয়ার্ড আছে, ৬০ টি বেডের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট বা এসএনসিইউ আছে। প্রসঙ্গত প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের উন্নত চিকিৎসার জন্য মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি করা হয়েছে।

আজ চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে মাতৃমা প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানালেন যে, এই নিয়ে সারা রাজ্যে ১৭ টি মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি করা হলো। অসুস্থ নবজাতকদের জন্য ৩০৩ টি সিক নিউ বর্ণ কেয়ার ইউনিট তৈরি করা হয়েছে। যেখানে ২৮ দিন বয়স পর্যন্ত বাচ্চাদের চিকিৎসা করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন যে, আগে শিশুদের চিকিৎসার জন্য রাজ্যে অসুস্থ নবজাতক পরিষেবা ইউনিট বা এসএনসিইউ ৭টি ছিল। তৃণমূল সরকারের আমলে তা বাড়িয়ে ৭৫ টি করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানালেন যে, ৪৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। হাসপাতালের মান উন্নত করা হয়েছে। তিনি জানালেন যে, যে কোন হাসপাতালে গেলে মনে হবে বিশ্বের সেরা হাসপাতালে আসা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানালেন, স্বাস্থ্যব্যবস্থাতে ভারতের মধ্যে শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ। বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে শিক্ষার থেকে ভালো আর কিছুই হতে পারে না। যা হয়েছে এই রাজ্যে। মুখ্যমন্ত্রী জানালেন, ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করা হয়েছে। স্বাস্থ্যব্যবস্থায় দেশের মধ্যে সেরা হলো পশ্চিমবঙ্গ। তিনি জানালেন, করোনা সংক্রমনের সময় বাংলা যা করেছে, তা আর কেউ করতে পারেনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!