এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বিনয় মিশ্রের সমস্ত শর্ত এবার এককথায় উড়িয়ে দিল সিবিআই ও আদালত, তাহলে কি এবার ধরা দিতেই হবে বিনয়কে?

বিনয় মিশ্রের সমস্ত শর্ত এবার এককথায় উড়িয়ে দিল সিবিআই ও আদালত, তাহলে কি এবার ধরা দিতেই হবে বিনয়কে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছে। এবং তদন্তের সূত্রে যে নামটি সবার ওপরে উঠে এসেছে তিনি হলেন তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্র। তাঁকে পাকড়াও করার জন্য সিবিআই যখন তল্লাশি চালাচ্ছে, তখন তিনি উধাও হয়ে যান। বহুসময় পর সামনে এসেছে বিনয় মিশ্র প্রশান্ত মহাসাগরের ভানুয়াতুয়া নামক একটি দ্বীপে বহাল তবিয়তে রয়েছেন। কার্যত সেখান থেকেই তিনি সিবিআইকে দিয়েছিলেন শর্ত। আর সেইসব শর্ত আজ এককথায় খারিজ করেদিল সিবিআই ও আদালত যথাক্রমে।

বিনয়কে সিবিআই যখন ভারতে এসে হাজিরা দিতে বলে, তখন সিবিআইয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় তাঁকে জ্রেপ্তার করা হবেনা, শুধু জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু বিনয় সিবিআইয়ের কথায় রাজি না হয়ে পাল্টা শর্ত দেয় সে ভার্চুয়ালি হাজিরা দেবে। যদিও আজকে আদালতের তরফ থেকে বিনয় মিশ্রের এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং সিবিআইয়ের সিদ্ধান্তকেই বহাল রাখা হয়েছে। অন্যদিকে বিনয় মিশ্রের শর্ত সিবিআইও খারিজ করে দিয়েছে এবং বিনয়ের আর কোন দাবি না মানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সিবিআই তদন্তে কোনরকম হস্তক্ষেপ করবেনা আদালত। সেক্ষেত্রে সিবিআই নিজের মতন তদন্ত চালাতে পারবে অর্থাৎ ইচ্ছা করলে এবার সিবিআই বিনয় মিশ্রকে গ্রেফতার করতে পারবে। অন্যদিকে বিনয়ের বাবা-মাকেও আজকে ভুয়ো কোম্পানি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। যদিও তাঁরা আদালতে হাজিরা দেননি। তবে ওয়াকিবহাল মহলের মতে, বিনয় মিশ্রকে এখন গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে থাকছে একাধিক প্রশ্ন।

কার্যত বিনয় যেখানে ঘাপটি মেরে বসে আছে সেই ভানুয়াতুয়ার সাথে ভারতের কোন বন্দী প্রত্যার্পণ চুক্তি নেই। আর যদি থেকেও থাকে তা করোনা পরিস্থিতিতে কার্যকর হওয়া প্রায় অসম্ভব। আবার বিনয়ের কাছে রয়েছে একাধিক পাসপোর্ট। সিবিআই গ্রেফতারির তোড়জোড় শুরু করলেই বিনয় অন্য রাষ্ট্রে পালিয়ে গিয়ে বরাবরের মতন গা ঢাকা দিয়ে দিতে পারে। তাই সিবিআই খুব ভাবনা চিন্তা করেই পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। আপাতত বিনয় মিশ্রকে বাগে পেতে সিবিআই এবার নতুন কি চাল দেয়, সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!