এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বিনয়কে দেশে ফেরাতে এবার আরও বড় পদক্ষেপ সিবিআইয়ের, সাহায্য প্রার্থনা ইন্টারপোলের

বিনয়কে দেশে ফেরাতে এবার আরও বড় পদক্ষেপ সিবিআইয়ের, সাহায্য প্রার্থনা ইন্টারপোলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছে। এই তদন্তের সূত্রে একাধিক নাম সামনে এসেছে। কিন্তু যে নামটি ইতিমধ্যে সিবিআইয়ের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে, সেটি হল বিনয় মিশ্র। কার্যত এই বিনয় মিশ্র তৃণমূলের যুব নেতা বলেও পরিচিত। সিবিআই এর পক্ষ থেকে যখন তাঁকে ধরার জন্য রাজ্যের এমাথা থেকে ওমাথা চষে ফেলা হচ্ছে, ঠিক সেসময় জানা যায় বিনয় মিশ্র প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে বহাল তবিয়তে রয়েছেন। এরপরেও বিনয়কে বাগে আনার চেষ্টা চালায় সিবিআই। কিন্তু তাতেও কিছু সুবিধা করে উঠতে পারেনা। গত সপ্তাহে সিবিআই আদালতের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে বিনয়কে এদেশে ফেরানোর ব্যাপারে।

আর তারপর থেকেই সিবিআই দ্বিগুণ শক্তিতে উঠে পড়ে লেগেছে। কার্যত জানা যাচ্ছে সিবিআই বিনয় মিশ্রের নামে দ্বিতীয়বারের জন্য রেড কর্ণার নোটিশ জারি করতে চলেছে। ইতিমধ্যেই অবশ্য একটি রেড কর্ণার সিবিআই এর তরফ থেকে ইন্টারপোলের সাহায্যে জারি করা হয়েছে বিনয় মিশ্রের নামে, কিন্তু তাতেও বিশেষ কিছু সুবিধা করতে পারেনি সিবিআই। বিনয় মিশ্র কিন্তু খোশ মেজাজেই ভানুয়াতুয়াতে রয়েছেন। বিনয় মিশ্রকে দেশে ফিরিয়ে আনতে গোয়েন্দারা আগে শর্ত দিয়েছিল, জুলাই মাসের মধ্যে যদি বিনয় ভারতে আসে তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবেনা। শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু বিনয় মিশ্র সিবিআই এর শর্ত খারিজ করে দিয়ে নিজের তরফ থেকে শর্ত দেন, তিনি ভার্চুয়ালি হাজিরা দেবেন।

যদিও আদালত তা মেনে নেয়নি। অন্যদিকে দ্রুত কোনো পদক্ষেপ না নিলেও তদন্তের স্বার্থে সিবিআইকে ছাড়পত্র দিয়েছে আদালত। ইতিমধ্যেই বিনয়ের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। তবে তাঁরা হাজিরা দেননি। এবার তাঁদের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, এতদিন পর্যন্ত বিনয় মিশ্র ভারতীয় হিসেবে ছিলেন। তাই তাঁর জন্য জারি করা হয়েছিল রেড কর্ণার নোটিশ। কিন্তু এখন জানা গিয়েছে, বিনয় মিশ্র ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে দুবাইতে পাসপোর্ট জমা দিয়ে নতুন নাগরিকত্ব নিয়ে ভানুয়াতুয়াতে রয়েছে। তাই এবার সিবিআই বিনয় মিশ্রের পাসপোর্ট নম্বর ধরে রেড কর্ণার নোটিশ জারি করতে চলেছে ইন্টারপোলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত বিনয়কে আন্তর্জাতিক অপরাধী হিসেবে প্রমাণ করতে ব্যস্ত সিবিআই। সেক্ষেত্রে সিবিআই এর যুক্তি, বিনয় মিশ্র আজকে ভানুয়াতুয়াতে রয়েছে। কিন্তু সিবিআইয়ের পদক্ষপ টের পেলে আগামী দিনে অন্য যেকোন দেশে সে আশ্রয় নিতে পারে। সেখানে যদি রেড কর্ণার নোটিশের কোন গুরুত্ব না থাকে, তাহলে নতুন করে আবার শুরু করতে হবে সিবিআইকে। অন্যদিকে যদি বিনয় মিশ্র ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধী হিসেবে ঘোষণা হয়ে যান, তাহলে অন্য কোন দেশ বিনয়কে আশ্রয় দেবেনা।

তাহলে বাধ্য হয়ে ভারতেই ফিরে আসতে হবে শেষ পর্যন্ত বিনয় মিশ্রকে। সবমিলিয়ে সময়ের সাথে সাথে বিনয় মিশ্র কেস যে আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে তা বলাইবাহুল্য। কার্যত ইন্টারপোল সিবিআইয়ের দাবি মেনে বিনয়কে আন্তর্জাতিক অপরাধী ঘোষণা করবে কিনা তা এখনো জানা যায়নি। তবে সেক্ষেত্রে নিঃসন্দেহে বিনয় মিশ্র ব্যাপক চাপে পড়বে। অন্যদিকে বিনয়কে জেরা করে সিবিআই এই দুর্নীতির পেছনে আরও কোন রাঘববোয়াল রয়েছে কিনা তারই খোঁজ পেতে চাইছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!