এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিনোদন জগতেও খেটেছে কয়লা পাচার ও গরু পাচারের অবৈধ অর্থ, জানালেন গোয়েন্দারা

বিনোদন জগতেও খেটেছে কয়লা পাচার ও গরু পাচারের অবৈধ অর্থ, জানালেন গোয়েন্দারা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রুদ্ধশ্বাসে চলছে কয়লা পাচার ও গরু পাচার কান্ডের তদন্ত। সম্প্রতি কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি বা লালাকে একাধিকবার হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এখনো পর্যন্ত ফেরার লালা। অন্যদিকে কিছুদিন আগেই ব্যবসায়ী গনেশ বাগাড়িয়ার বাড়িতে তল্লাশি করেছিলেন সিবিআই আধিকারিকেরা। কয়লা ও গরু পাচারের টাকা সরাসরি গনেশ বাগাড়িয়ার কাছে এসে পৌঁছাত বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সিবিআই সূত্রে জানা গেছে, বিনোদন জগতে পর্যন্ত কয়লা ও গরু পাচারের টাকা খাটিয়ে ছিলেন গনেশ বাগাড়িয়া।

কয়লা পাচার কাণ্ডের তদন্তে কিছুদিন আগেই গনেশ বাগাড়িয়ার লেকটাউনের বাড়িতে সিবিআই এর গোয়েন্দারা অভিযান চালান। সিবিআইয়ের এর পক্ষ থেকে গনেশ বাগাড়িয়াকে নিজাম প্যালেসে হাজিরা দেবার নির্দেশ দেয়া হয়েছিল। তবে এখনো পর্যন্ত তিনি হাজির হননি সিবিআই দপ্তরে। হাজিরার তিন নম্বর নোটিস পাবার পর তিনি জানিয়েছেন যে, চিকিৎসার জন্য তিনি দুবাইতে আছেন। তবে, সম্প্রতি তিনি ফিরতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সিবিআই আধিকারিকেরা জানতে পেরেছেন যে, টলিউডের দুটি সিনেমায় টাকা খাটিয়েছিলেন গনেশ বাগাড়িয়া। কয়লা ও গরু পাচারের অবৈধ অর্থ দুটি সিনেমায় খাটান তিনি। যারমধ্যে একটি সিনেমা হল ‘বালিগঞ্জ কোর্ট’। এই সিনেমার প্রডিউসার হিসেবে গনেশ বাগাড়িয়ার নাম উঠে এসেছে। অপর একটি সিনেমাতেও তিনি খাটিয়ে ছিলেন, কিন্তু এই সিনেমাটি কোন বিশেষ কারণে মুক্তি পায়নি। আবার, বিভিন্ন মিউজিক অ্যালবাম তৈরির ক্ষেত্রেও টাকা খাটিয়েছিলেন গনেশ বাগাড়িয়া, জানা যাচ্ছে সিবিআই সূত্রে।

সম্প্রতি, সিবিআই দপ্তরে তাঁকে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে গরু পাচার ও কয়লা পাচার কাণ্ডের ব্যাপারে বেশ কিছু সূত্র মিলতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকেরা। অন্যদিকে এখনো পর্যন্ত ফেরার গরু পাচার কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্র। গতকাল তাঁকে সিবিআই দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে লুক আউট নোটিস জারি করলো সিবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!