এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধায়ক ভাঙিয়ে সরকার কি ভেঙে দেবেন মুকুল? আশঙ্কায় পদ্ম শিবির!

বিধায়ক ভাঙিয়ে সরকার কি ভেঙে দেবেন মুকুল? আশঙ্কায় পদ্ম শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর ত্রিপুরাতে বিজেপির ঘর ভরাট হতে শুরু করে। তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে একাধিক নেতা যোগ দেয় ভারতীয় জনতা পার্টিতে। পরবর্তীতে বিজেপি ত্রিপুরা দখল করলে ধীরে ধীরে তাদের অভ্যন্তরীণ কোন্দল বাড়তে শুরু করে। একদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং অন্যদিকে সুদীপ রায় বর্মনের লড়াই রীতিমত গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

আর বর্তমান পরিস্থিতিতে মুকুল রায় বিজেপি ছেড়ে আবার যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তখন ত্রিপুরা নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় জনতা পার্টির। মুকুল রায়ের একান্ত অনুগত বলে পরিচিত সুদীপ রায় বর্মনের নেতৃত্বে একাধিক বিধায়ক কি করবেন, এখন তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব নিজেদের মত করে উদ্যোগ নিয়ে ত্রিপুরার সরকার যাতে না ভাঙ্গে এবং বিধায়করা যাতে বিজেপির সঙ্গে থাকে, তার জন্য তৎপরতা গ্রহণ করেছেন।

কিন্তু একাংশ বলছেন, মুকুল রায় যদি তার খেলা শুরু করে দেন, তাহলে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে একাধিক বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। আর যদি তা হয়, তাহলে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ত্রিপুরার বিজেপি সরকারকে। স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার মুকুল রায় নিজের পুরাতন ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর বিজেপির দখলে থাকা ত্রিপুরার সরকার ভেঙে দেবেন?

প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই সুদীপ রায় বর্মনের। মাঝে মধ্যেই তাদের দ্বৈরথ প্রকাশ্যে এসেছে। আর সুদীপ রায় বর্মন একসময় মুকুল রায়ের পথ ধরে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছিলেন। তাই বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে চাপে রাখতে এবং বিপ্লব দেবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। এক্ষেত্রে তার সঙ্গে 13 জন বিক্ষুব্ধ বিধায়ক ঘাসফুল শিবিরে পা বাড়াতে পারেন বলে মনে করা হচ্ছে।

আর তা নিয়েই রীতিমত জল্পনা তৈরি হয়েছে। এক্ষেত্রে ত্রিপুরায় বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করবেন মুকুল রায় বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা্ কেননা মুকুল রায়ের সবুজ সঙ্কেত পেলেই সুদীপ রায় বর্মন সহ ত্রিপুরার একাধিক বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে পা বাড়াবেন। তবে এই রকম আশঙ্কা তৈরি হলেও, তাতে খুব একটা চিন্তাগ্রস্থ হচ্ছে না ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে অন্য যুক্তির সামনে আনছে তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গেরুয়া শিবিরের দাবি, বর্তমানে 35 জন বিধায়ক রয়েছে ভারতীয় জনতা পার্টির। সেক্ষেত্রে সুদীপ রায় বর্মন সহ 13 জন বিধায়ক খুব বেশি হলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। তবে তাতেও সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে গেরুয়া শিবিরের। বিজেপির সঙ্গে এখানে জোট সঙ্গী দলের আট জন বিধায়ক রয়েছেন। যার ফলে অর্ধেকের বেশি আসনে গেরুয়া শিবিরের দখলে থাকবে। তাই কোনোমতেই সুদীপ রায় বর্মন সহ একাধিক বিধায়ক যদিও বা তৃণমূল কংগ্রেসে নাম লেখান, তাহলেও বিজেপির চিন্তার কোনো কারণ নেই।

আশঙ্কার কারণ থেকেই যাচ্ছে কেননা মুকুল রায় দল ভাঙ্গাতে অত্যন্ত তৎপর একসময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর তৃণমূলের অনেক নেতা, বিধায়ক এমনকি সাংসদদের তিনি গেরুয়া শিবিরে যোগদান করাতে সক্ষম হয়েছিলেন। স্বাভাবিক ভাবেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে গিয়ে যে বিজেপির ঘর ভাঙতে খেলা দেখাবেন না, এমনটা ভাবতে নারাজ বিশেষজ্ঞরা।

তাই ত্রিপুরায় নিজেদের ঘর সামাল দিতে এখন থেকেই দফায় দফায় বৈঠক করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে মুকুল রায় কিন্তু নীরব। শেষ পর্যন্ত তিনি এই নীরবতা পালন করতে করতেই ত্রিপুরাতে বিজেপির ঘরে ভাঙ্গন ধরান কিনা এবং সেই ভাঙ্গন আটকাতে কতটা সক্ষম হয় গেরুয়া শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!