এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার বেগালাম ‘বিপ্লব’ অস্বস্তিতে ফেললেন বিজেপিকে, নির্বাচনের পর ‘চাকরি’ কি যাচ্ছে?

আবার বেগালাম ‘বিপ্লব’ অস্বস্তিতে ফেললেন বিজেপিকে, নির্বাচনের পর ‘চাকরি’ কি যাচ্ছে?


আবার বেগালাম ‘বিপ্লব’ অস্বস্তিতে ফেললেন বিজেপিকে। ক্ষমতায় আসার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বহুবার বাক্য বিভ্রাট ঘটিয়ে নিজেকে খোরাকের পাত্র করে তুলেছেন রাজ্যের কাছে। এদিন উদয়পুরের পুরনো রাজবাড়িতে ভুবনেশ্বরী মন্দিরের চত্বরে রাজর্ষি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফের হাস্যকর ভাষণ দিলেন বিপ্লব বাবু। তাঁর কথায়, “ইংরেজ সরকারের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার বর্জন করেছেন|” তাঁর একের পর এক মন্তব্যে হাসির ঝড় উঠেছে বিরোধী মহলে। এর আগে তিনি কখনও মন্তব্য করেছেন,”মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। তা না হলে সঞ্জয় কী ভাবে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের ধারাবিবরণী দেবেন?” কখনও পরামর্শ দিয়ে বলেছেন, “সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে যাওয়া উচিত।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নয়।” আবার কখনও তিনি বলেছেন, “চাকরির বদলে গরুর দুধ বিক্রি করলে ১০ বছরের মধ্যে ১০ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন।” আবার কখনও প্রাক্তন বিশ্বসুন্দরী ডায়না হেডেনের প্রসঙ্গ টেনে এনে বলেছেন,”ডায়না হেডেন এমন কিছু সুন্দরী নন যে তাঁকে বিশ্বসুন্দরী করতে হবে!” বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিরোধী দলগুলি। এদিন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা মুখপাত্র তাপস দে এবিষয়ে মন্তব্য করেন, “মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, যে বিষয়ে ভাষণ দিতে যাবেন তা নিয়ে আগে থেকে জেনে বা পড়াশোনা করে গেলে ভাল হয়। রবীন্দ্রনাথ সম্পর্কে এই বক্তব্যটি খুবই দুর্ভাগ্যজনক।” তাঁর কথায়, “ওঁর ভাষণে প্রতিক্রিয়া দিতে লজ্জাবোধ হয়।” বিরোধী হলেও প্রসঙ্গটি কৌশলে এড়িয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর। এবিষয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা মুখপাত্র গৌতম দাশ সরাসরি মন্তব্য করেন, “মূর্খামিরও একটা সীমা রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই সমস্ত মন্তব্য করে তিনি মূর্খামির সীমা পার হয়ে গিয়েছেন। সর্বশেষ স‌ংযোজনটি হল রবীন্দ্রনাথকে নিয়ে। মুখ্যমন্ত্রী এই সব হাস্যকর মন্তব্য করে ত্রিপুরার মানসম্মান ডোবাচ্ছেন।” বিরোধীরা মুখ্যমন্ত্রীর মন্তব্যে তাঁকে বিঁধলেও অকপটে নানা মন্তব্য করে চলেছেন বিপ্লববাবু। তাঁর এমন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে খোদ বিজেপি। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র মৃণালকান্তি দেব এবিষয়ে কোনো প্রতিক্রিয়া দেন নি বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!