এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপিকে বড় ধাক্কা দিয়ে তৃণমূলে ফিরলেন বিপ্লব, জেনে নিন কি বললেন তিনি

বিজেপিকে বড় ধাক্কা দিয়ে তৃণমূলে ফিরলেন বিপ্লব, জেনে নিন কি বললেন তিনি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের সময় অর্পিতা ঘোষকে জেতাতে না পারার জন্য তার কাছ থেকে জেলা সভাপতি পদ কেড়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই বিজেপিতে যোগদান করেন বিপ্লববাবু। এদিকে বিপ্লব মিত্র ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেও, তার অনেক কর্মীসমর্থকরা তৃণমূল কংগ্রেসে থেকে গিয়েছিলেন। তবে অর্পিতা ঘোষের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস চললেও, তারা সেভাবে গুরুত্ব পাচ্ছেন না বলে মাঝেমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছিল।

এদিকে বিপ্লববাবুও বিজেপিতে তেমন ভাবে গুরুত্ত্ব পাননি, রাজ্য বিজেপির যে সাংগঠনিক পরিবর্তন হয় সেখানে তৃণমূল থেকে আগত অনেকেই পদ পেলেও বিপ্লববাবু কিছু পাননি। আর তারপর থেকেই জল্পনা ছড়াতে শুরু করে তিনি যোগ দিতে পারেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এদিন সেই জল্পনাকে সত্যি করে ‘ঘরে ফিরে এলেন’ ঘরের ছেলে। শুক্রবার তৃণমূল ভবনে এসে বিপ্লব ও প্রশান্ত দু’জনেই ফের পুরনো দলে যোগ দিলেন। দলে দুই নেতাকে স্বাগত জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।বিপ্লব-প্রশান্তের তৃণমূলে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের কো-অর্ডিনেশন কমিটির সদস্য অর্পিতা ঘোষও।তৃণমূলে ফেরা নিয়ে বিপ্লব মিত্র বলেন, “আমার দলে যোগ হচ্ছে না। আমি ঘরে ফিরলাম। মাঝে বিচ্যুতি হয়েছিল, ঘরে ফিরে এলাম।”

জানা গেছে এদিন বিপ্লবাবুর স্তাহে প্রায় ৫০০ জন কর্মীও তৃণমূলে ফিরেছেন , ফিরেছেন আরো কয়েকজন নেতা। এদিকে এর ফলে উত্তরবঙ্গ নিয়ে বিজেপির যে চাপ বাড়লো তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!