এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কি কারনে বিজেপি ছেড়ে বিপ্লব মিত্র তৃণমূলে ফিরলেন? সেই “রহস্য ফাঁস” করলেন স্বয়ং দিলীপ ঘোষ!

কি কারনে বিজেপি ছেড়ে বিপ্লব মিত্র তৃণমূলে ফিরলেন? সেই “রহস্য ফাঁস” করলেন স্বয়ং দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সবে মাত্র এক বছর হয়েছিল ভারতীয় জনতা পার্টিতে তার যোগদান। কিন্তু এক বছরের মধ্যেই মোহভঙ্গ হল দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্রের। শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নেন তিনি। একসময় দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের শেষ কথা বলতেন এই বিপ্লব মিত্র। গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষ পরাজিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেন। আর তারপরেই দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তিনি। তবে বিজেপিতে নাম লেখানোর পর বিপ্লব মিত্র ভালো প্রভাব ফেলবে বলে মনে করা হলেও, সেভাবে দক্ষিণ দিনাজপুর জেলা রাজনীতিতে কোনো কিছু করে উঠতে পারেননি।

এমনকি বিজেপিতে যোগ দেওয়ার পাঁচ মাসের মত সময় তিনি সক্রিয়ভাবে রাজনীতি করলেও, তারপর থেকেই ঘরে বসে যান। সেভাবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। অবশেষে শুক্রবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন তার ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। স্বাভাবিকভাবেই বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র তৃণমূল ফিরে আসার কারণে এখন রীতিমত উজ্জীবিত‌ ঘাসফুল শিবির। কিন্তু ঠিক কী কারণে বিপ্লব মিত্র বিজেপি ছাড়লেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। উত্তরবঙ্গে একসময় তৃণমূলের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিপ্লব মিত্রকে বিজেপি নিজেদের দলে নিয়ে তৃণমূলকে অনেকটাই চাপে ফেলে দিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে সেই বিপ্লব মিত্র বিধানসভা নির্বাচনের আগে আবার তৃণমূলের ফিরে যাওয়ায় বিজেপি কি চাপে পড়ল না? এদিন এই প্রসঙ্গে কারণ ব্যাখ্যা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিপ্লব মিত্র এবং তার ভাই বিজেপিতে সক্রিয় ছিলেন না। তাই ওরা দল ছেড়ে চলে যাওয়ায় আমাদের সাংগঠনিক ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। তৃণমূলের সঙ্গে সংঘাতের কারণে ওনারা বিজেপিতে এসেছিলেন। বিজেপি যোগ দেওয়ার পর থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছিল।” কিন্তু ঠিক কী কারণে বিপ্লব মিত্র আবার তৃনমূলে ফিরে গেলেন? এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “উনি নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু সকলকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ওনার উপর চাপ ছিল। রাজ্যে দলের অনেক কর্মী মার খাচ্ছেন। সকলকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বিপ্লববাবু নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন, রাজ্যে বিরোধীদের কি অবস্থা।” অর্থাৎ দিলীপবাবু নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, বিপ্লব মিত্র নিরাপত্তা বাহিনী না পাওয়াতেই তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তবে বিপ্লব মিত্র তৃণমূলে যোগদান করলেও, এতে বিজেপির যে কোনো ক্ষতি হবে না তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তবে দিলীপবাবু যে কথাই বলুন না কেন, বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা চলছে যে, বিপ্লব মিত্র লকগেট খুলে দিয়েছেন। এবার ধীরে ধীরে বিজেপিতে চলে যাওয়া আরও অনেক নেতা, জনপ্রতিনিধিরা কংগ্রেসের ফিরে আসবেন। তবে শেষ পর্যন্ত এরকম কোনো সম্ভাবনার দরজা খুলে কিনা এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি চাপে পড়ে নাকি লাভবান হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!