এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে বিপ্লব, বাড়ছে জল্পনা !

ফের বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে বিপ্লব, বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরার দীর্ঘ বাম জমানার অবসান ঘটিয়ে ত্রিপুরার মসনদ দখল করেছেন ভারতীয় জনতা পার্টি। সেই ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন এবং এই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ৫০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালা।এই ভিডিওতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বলতে দেখা যায় ” জাঠদের বুদ্ধি নেই।

বাঙালিদের সঙ্গে একেবারেই মেলে না।” ভিডিওতে বিপ্লব দেব বলছেন, ‘‌হরিয়ানায় প্রচুর জাঠ রয়েছে। হরিয়ানার জাঠদের মাথা নেই। তবে খুব শক্তিশালী। বাঙালিদের বুদ্ধির সঙ্গে ওরা পেরে ওঠে না। সারা ভারতে বাঙালিরা বুদ্ধিমান বলেই পরিচিত।’‌ এই ভিডিও পরিপ্রেক্ষিতে তীব্র সমালোচনা করে টুইট করেন সুরজেওয়ালার। সুরজেওয়ালার টুইটারে বলেন, ‘‌লজ্জার এবং দুর্ভাগ্যজনক। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পাঞ্জাবের শিখ এবং হরিয়ানার জাঠদের ‘‌কম বুদ্ধ’‌ বলে অপমান করেছেন।’‌

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর কংগ্রেস মুখপাত্র সুরজেওয়ালা প্রশ্ন করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী খাট্টার এবং উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার দিকে।তিনি লেখেন, ‘‌এটাই আসলে বিজেপি-র মানসিকতা। খাট্টারজি আর দুষ্মন্ত চৌটালা চুপ কেন? মোদিজি, নাড্ডাজি (‌বিজেপি সভাপতি)‌ কোথায়? ক্ষমা চান, ব্যবস্থা নিন।‌’ তবে বিপ্লব দেব এর আগেও বিভিন্ন রকম দাবি করে সংবাদ শিরোনামে এসেছেন। তিনি এক সময়ে দাবি করেছিলেন, যে ইন্টারনেট আর উপগ্রহ মহাভারতের যুগেও ছিল। ‘‌

ইউরোপীয় আর মার্কিনিরা যতই এসব নিজেদের আবিষ্কার বলে দাবি করুক, সব আমাদেরই তৈরি।’‌‌ এছাড়া তিনি ২০১৮ সালে বলেছিলেন, জলাশয়ে হাঁস সাঁতার কাটলে অক্সিজেনের পরিমাণ বাড়ে। তাই তিনি গ্রামে গ্রামে হাঁস বিলি করতে চান। বিপ্লব দেবের বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে একদিকে নিজের দলের ভাবমূর্তিকে যেমন ক্ষুন্ন করেছেন তেমনি বিরোধীদের কাছ থেকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে বিপ্লব দেবের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেয় তা দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!