এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিপদের দিনে মানুষের পাশে নেই বিজেপির বিধায়ক, মিসিং ডায়েরির সিদ্ধান্ত ক্ষুব্ধ এলাকাবাসীর

বিপদের দিনে মানুষের পাশে নেই বিজেপির বিধায়ক, মিসিং ডায়েরির সিদ্ধান্ত ক্ষুব্ধ এলাকাবাসীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের দখলে ছিল, এই প্রথম ময়নাগুড়ি কেন্দ্রটি এসেছে বিজেপির দখলে। জলপাইগুড়ি জেলার এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৌশিক রায়। ১২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দীর্ঘদিন ধরে বেপাত্তা বিধায়ক। যার ফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর।

বেশকিছু এলাকাবাসী অভিযোগ করেছেন যে, ভোটের ফলাফলের কিছুদিন পর থেকেই বিধানসভা এলাকায় আর দেখা মিলছে না বিধায়কের। করোনা সংক্রমনের সময় বিধায়ক যেমন উপস্থিত ছিলেন না, তেমনি বিধায়কের দেখা মেলেনি বন্যার সময়ও। যার ফলে অসুবিধায় পড়তে হয়েছে বহু সাধারণ মানুষকে। যার ফলে বিধায়ক এর বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ জমছে এলাকাবাসীর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেপাত্তা বিধায়কের বিরুদ্ধে অনেকেই মিসিং ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক এলাকাবাসী জানিয়েছেন যে, বিধায়কের কর্তব্য হলো এলাকায় থাকা, এলাকায় সুবিধা-অসুবিধা দেখা। কিন্তু তাদের বিধায়ক বেপাত্তা। এই কারণেই বাড়ছে ক্ষোভ। এক বাসিন্দা জানালেন যে, বিধায়ক কোথায় রয়েছেন? তিনি জানেন না। তাঁকে এলাকায় দেখা যায়নি। বিধায়ক নিখোঁজ রয়েছেন। তাই এবার মিসিং ডায়েরি করতে হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। বিধায়ক হীন অবস্থায় পড়ে আছে ময়নাগুড়ি।

বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল। এপ্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাধারণ মানুষ যেটা করছেন, তা হলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। নিজের এলাকায় কোন কাজ করছেন না বলেই, এতটা ক্ষুব্দ সাধারণ মানুষ। এ প্রসঙ্গে ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মনোজ রায় জানালেন যে, ময়নাগুড়িতে কোন কার্যালয়ই নেই বিধায়কের। তাই মানুষ যে প্রশ্ন করেছেন, সেটি সঠিক। বিজেপি নিজেরাই কিছু করতে পারছে না।

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমে জানালেন যে, করোনা পরিস্থিতি হোক, বা অন্য কোন সমস্যা হোক, তিনি সবসময় মানুষের পাশে ছিলেন। তৃণমূলের উস্কানিতেই কেউ এমন ধরনের অভিযোগ তুলেছেন তাঁর বিরুদ্ধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!