এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিপদের সময় মানুষ চিনলেন পরেশ, জেলায় ফিরেই বড় বার্তা মন্ত্রীর!

বিপদের সময় মানুষ চিনলেন পরেশ, জেলায় ফিরেই বড় বার্তা মন্ত্রীর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয়েছে তাকে। আর তিনি যখন সিবিআই দপ্তরে উপস্থিত হতেন, তখন তাকে নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল দলের নেতাকর্মীদের মধ্যে। তবে শেষ পর্যন্ত কলকাতা থেকে নিজের জেলা কোচবিহারে ফিরে এলেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।

যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হল। আর তারপরেই কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত বুঝিয়ে দিলেন যে, বিপদের সময় তিনি বুঝে গিয়েছেন, কে তার কাছের মানুষ। পাশাপাশি দলের কে শুভাকাঙ্ক্ষী, সেটাও তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী।

সূত্রের খবর, এদিন মেখলিগঞ্জে পরেশ অধিকারী আসার পরেই তাকে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আর তারপরেই কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। এদিন এই প্রসঙ্গে পরেশ অধিকারী বলেন, “এই কয়েকদিনে দেখা গেল যে, কে দলের আসল, কে নকল লোক! প্রতিমুহূর্তে মেখলিগঞ্জ থেকে আমাকে ফোন করা হয়েছিল। ওপরে ভগবান আছেন। এখন আর আমার কলকাতায় যাওয়ার দরকার নেই। কলকাতার তৃণমূল নেতারা আমার সঙ্গে আছেন। মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন। প্রতিটা বিষয়ে ওনারা খোঁজ-খবর নিচ্ছেন।”

স্বভাবতই পরেশ অধিকারীর এই মন্তব্যের পরেই নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, তাহলে কি নিজের জেলার তৃণমূল নেতাদের পরোক্ষে কটাক্ষ করলেন পরেশ অধিকারী! বিপদের সময় তৃণমূল নেতারা সেভাবে খোঁজখবর নেয়নি, আর সেই কারণেই কি সুকৌশলে দলের আসল এবং নকল লোক বলে তৃণমূলের একাংশকে কটাক্ষ করার চেষ্টা করলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!