এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিপুল জয়, তবুও কর্মীদের আনন্দ কেড়ে নিলেন অভিষেক! জেনে নিন কারণ!

বিপুল জয়, তবুও কর্মীদের আনন্দ কেড়ে নিলেন অভিষেক! জেনে নিন কারণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  এর আগেও 2021 সালের বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করার পর সকলকে বিজয় উৎসব করতে বারণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ছিল, করোনা ভাইরাস। আর চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যখন তৃণমূল বিপুল ভোট পেয়ে চারটি আসন দখল করেছে, তখন তৃণমূল কর্মীরা আনন্দ উচ্ছ্বাসে ময়দানে নামবে বলেই আশা করা হয়েছিল। সেই মতো করে চার বিধানসভা কেন্দ্রে জয় পাওয়ার সাথে সাথেই রীতিমতো সেলিব্রেশন শুরু হয়ে যায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। তবে মুহূর্তের মধ্যেই যাতে কোনো বিজয় উৎসব করা না হয়, তার জন্য নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পরেও দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেই ভাবে কোন বিজয় উৎসব না হওয়ায় কিছুটা হলেও ম্লান হয়েছে তৃণমূল নেতাকর্মীদের আনন্দ।

 

সূত্রের খবর, ইতিমধ্যেই চার বিধানসভা কেন্দ্রে জয়লাভ করার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে চার জেলার জেলাশাসককে যাতে বিজয় উৎসব না হয়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ যাতে দলের সকলে পালন করেন, তার জন্য জেলা নেতৃত্ব থেকে শুরু করে প্রার্থীদের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে জয়লাভের পর যাতে কোনোরকম বিতর্ক তাদেরকে গ্রাস না করে, তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পরামর্শ। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই নির্দেশ কতটা পালন করেন নিচুতলার কর্মী সমর্থকরা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!