এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিপুল জয়ের পর একুশের সভায় বড় বার্তা মমতার! পেছনে রয়েছে অভিষেকের পরিকল্পনা! জেনে নিন

বিপুল জয়ের পর একুশের সভায় বড় বার্তা মমতার! পেছনে রয়েছে অভিষেকের পরিকল্পনা! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করা কার্যত একপ্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে। অবশেষে সেই চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে পার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক বিজেপির হাওয়া থাকা সত্ত্বেও, 213 টি আসনে জয়লাভ করে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। অনেকে বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল 2021 সালে রাজ্যের ক্ষমতা দখল করতে না পারত, তাহলে দলের অন্দরে এবং বাইরে ব্যাপক প্রশ্নের মুখে পড়ে যেতে হত তৃণমূলের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার তন্ত্র নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করতেন। কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিলে সকলকে সাথে করে যেভাবে পরিকল্পনা নিয়ে দলকে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় নিয়ে এসেছেন, তাতে রীতিমত খুশি তৃনমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে দলকে বিস্তৃতি লাভ করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে আগামীকাল বুধবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে কি বক্তব্য রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, এবারের একুশে জুলাইয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে কি কি চমক থাকবে, তা নিয়েও রীতিমতো কৌতুহল তৈরি হয়েছে দলের নেতা কর্মীদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বারের মতো এবারেও করোনা পরিস্থিতির কারণে তৃণমূলের সবথেকে বড় বাৎসরিক কর্মসূচি একুশে জুলাই সেভাবে পালন করা সম্ভব হচ্ছে না। সেদিক থেকে বুথে বুথের তৃণমূল কর্মীদের পতাকা উত্তোলন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তারপরেই ভার্চুয়ালি বেলা দুটোই বক্তব্য রাখার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গতবার একুশে জুলাই পর্যন্ত তৃণমূলের যুব সভাপতির দায়িত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তিনি তৃণমূল সংগঠনের কার্যত সেকেন্ড-ইন-কমান্ড। এতদিন যে দায়িত্ব সামাল দিয়েছেন সুব্রত বক্সী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবার আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। মূলত, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর এটাই তার প্রথম একুশে জুলাই। তাই সংগঠনকে বিস্তার করার যখন চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবারের একুশে জুলাইয়ে বক্তব্য সর্বভারতীয় রাজনীতির নানা বিষয় উঠে আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও ব্যাপক চমকের আশা করা হচ্ছে। সেদিক থেকে বিজেপির বিরোধিতা এবং আগামী দিনে কেন্দ্রের ক্ষমতা দখল করতে এখন থেকেই যে কর্মীদের পথ বাতলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টি কার্যত স্পষ্ট বিশেষজ্ঞদের কাছে।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবারের একুশে জুলাই থেকে অন্যান্যবারের মত বক্তব্য রাখবেন না। সেদিক থেকে তার বক্তব্য এবার অনেক বেশি রাজনৈতিক হয়ে উঠতে পারে। কেননা বাংলা দখল করার পর এবার তৃণমূলের প্রধান টার্গেট, 2024 এ দিল্লিতে সাফল্য পাওয়া। আর তৃণমূল নেত্রী চাইছেন, যদি বিজেপি বিরোধী জোট তৈরি হয়, তাহলে সেখানে যাতে প্রধান ভূমিকায় থাকে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ তুর্কিকে সংগঠন বিস্তারের জন্য দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই সেদিক থেকে সংগঠনকে যখন ভেঙেচুরে নতুন করে তৈরি করার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী, তখন বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের পর তৃণমূলের এই একুশে জুলাই যথেষ্ট আশার আলো দেখাতে শুরু করেছে দলের নেতাকর্মীদের মধ্যে। সব মিলিয়ে আগামীকালের একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ঠিক কোন কোন দিকে উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!