এখন পড়ছেন
হোম > খেলা > বিরাটের সমালোচনা করতে গিয়ে অনুষ্কাকে টেনে ‘অশালীন’ মন্তব্য! বিতর্ক বাড়ালেন লিটল মাস্টার!

বিরাটের সমালোচনা করতে গিয়ে অনুষ্কাকে টেনে ‘অশালীন’ মন্তব্য! বিতর্ক বাড়ালেন লিটল মাস্টার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলকে উদ্বুদ্ধ করার গুরুদায়িত্ব যার কাঁধে, তাঁর নেতৃত্বেই ট্রফি জয়ের স্বপ্ন দেখেন সতীর্থরা। অথচ নেতৃত্ব হিসেবে সবথেকে খারাপ পারফরম্যান্স দিলেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে বিরাট কোহলি বৃহস্পতিবার। ব্যক্তিগত জীবনে খুশির আবহ থাকলেও আইপিএল একেবারেই ভাল যাচ্ছেনা এবছর বিরাট কোহলির। ইতিমধ্যেই বিরাট কোহলির খারাপ ব্যাটিং, ফিল্ডিং এবং নেতৃত্ব নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। আর বিরাট কোহলির সমালোচনা করতে গিয়ে আরও একটি বিতর্ক সৃষ্টি করলেন লিটিল মাস্টার সুনীল গাভাস্কার।

বিরাট কোহলির খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে গিয়ে সুনীল গাভাস্কার টেনে আনলেন বিরাটের স্ত্রী অনুষ্কার নাম। আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়াতে চলছে চর্চা। জানা গেছে, নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাভাস্কারের এই মন্তব্যে। পাল্টা লিটিল মাস্টার ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। গতকাল রাতে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কে এল রাহুল 132 রানের একটি ঝড়ো ইনিংস খেলেন।অনবদ্য পারফরম্যান্সের পেছনে কোহলির অবদানও অস্বীকার করা যাবেনা বলে ব্যঙ্গোক্তি করছেন অনেকে। কারণ বাউন্ডারি লাইনে দু-দুবার কে এল রাহুল এর সহজ ক্যাচ মিস করেন বিরাট। আর তারপর থেকেই শুরু হয়েছে বিরাটের সমালোচনা।

কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ধারাভাষ্যের মাঝেই এ প্রসঙ্গে অনুষ্কার নাম টেনে এনে মন্তব্য করেন। সুনীল গাভাস্কারের এই মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। পাল্টা অনুষ্কা উত্তর দিয়েছেন। কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের আচরণে অনুষ্কা যে চরম দুঃখ পেয়েছেন, সে কথা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে। তবে শুক্রবার বিষয়টি মেটাতে আসরে নামেন স্বয়ং লিটিল মাস্টার। এবং তিনি জানান, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি তাঁর মন্তব্যে বলতে চেয়েছিলেন, লকডাউনে ক্রিকেটাররা প্র্যাকটিসের সেভাবে সুযোগ পাননি। কিন্তু তাঁর এই কথাকেই মিডিয়া বিকৃত করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সুনীল জানিয়েছেন, তিনি হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন। ক্রিকেটাররা যে প্র্যাকটিস করতে পারেনি সেটা নিয়ে কথা হচ্ছিল। অনেকেই প্রথম ম্যাচে ভালো করতে পারেনি অনুশীলনের অভাবে বলে বক্তব্য রাখা হচ্ছিল। ঠিক সেসময় গাভাস্কার মন্তব্য করেন, বিরাট অনুশীলন করতে পারেনি। শুধুমাত্র একবার বিল্ডিংয়ের ক্যাম্পাসে তাঁকে অনুষ্কার বোলিংয়ে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। সেটাই তিনি জানিয়েছিলেন। তিনি অনুশকাকে কোনভাবেই দোষারোপ করেন নি এবং অশালীন মন্তব্য করেননি।

সুনীল গাভাস্কারের মন্তব্য ঘিরে অনেকেই জানিয়েছেন, কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যানের থেকে এ ধরনের প্রতিক্রিয়া আশা করা যায় না।তিনি কোহলির অন্যভাবে সমালোচনা করতে পারতেন। বিরাট কোহলি এদিন জোড়া ক্যাচ হাতছাড়া হওয়ার সাথে সাথে ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন। 207 রানের তাড়া করতে নেমে কোহলি মাত্র এক রানে আউট হয়ে যান। এই থেকে বলা যায় দিনটা হয়তো বিরাট কোহলির ছিলনা। তবে অনেকেই মনে করছেন, ধারাভাষ্যকারদের শব্দচয়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!