এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কীর্তন মিছিল করলেন তৃণমূল কাউন্সিলর, অস্বস্তি দলে

বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে কীর্তন মিছিল করলেন তৃণমূল কাউন্সিলর, অস্বস্তি দলে


বিজেপির রথযাত্রা আটকাতে খোল কর্তাল এর দাওয়াত দেওয়ার কথা বলেছিলেন বীরভূমের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রতর এই ঘোষণার পরের দিনই তাঁর অনুপস্থিতিতে কীর্তন মিছিল বের হল বোলপুরে। এদিন তৃণমূল কাউন্সিলর ওমর শেখ কয়েকশো লোকজনকে নিয়ে বোলপুরের ৮ নম্বর ওয়ার্ডে কীর্তন মিছিল করেন। যা নিয়ে ইতিমধ্যে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে।

গতকালই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “বিজেপির রথের সামনে ৪ হাজার খোল ও ৮ হাজার খঞ্জনি বাজবে। এক একটি টিমে ৮ জন করে থাকবে।”আর অনুব্রতবাবুর এই ঘোষণার পরেই আজ বোলপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর শেখ কীর্তনের মিছিল বের করেন। অনুব্রতবাবুর অনুপস্থিতিতেই কয়েকশো লোকজনকে নিয়ে এই কীর্তন মিছিল বের হয়। এই প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “আমি যে দিন বলেছি সেই দিনই আমাদের হরিনাম সংকীর্তন বেরোবে।”

ইতিমধ্যেই বিজেপির রথযাত্রা নিয়ে বাগযুদ্ধের রাজনীতিতে উত্তপ্ত বীরভূম। ডিসেম্বর মাসেই তারাপীঠ থেকে বিজেপির রথ বেরোবে। আর সেই রথেই থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এর আগেও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, “বিজেপির রথের সামনে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে।” যার প্রত্যুত্তরে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় উন্নয়নকে রথের চাকায় পিষে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি রথের সামনে উন্নয়নের কবর খোঁড়ার হুঁশিয়ারিও দেন বিজেপি নেতা সায়ন্তন বসু। গতকাল অনুব্রত মণ্ডল বলেন, “এই রথ মৃত্যুর রথ, বিজেপির মৃত্যু অবশ্যম্ভাবী।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আজকের মিছিল প্রসঙ্গে কাউন্সিলর ওমর শেখ বলেন, “কীর্তনের একটি মিছিল বের করেছিলাম। এটা আমি প্রতি বছরই করি। এই মিছিলের সঙ্গে দাদার (অনুব্রত মণ্ডল) মিছিলের কোনও সম্পর্ক নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!