এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সাংবাদিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেস্টার, অনুব্রত মন্ডলের নতুন ‘তত্ত্বে’ শোরগোল রাজ্যজুড়ে!

সাংবাদিকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেস্টার, অনুব্রত মন্ডলের নতুন ‘তত্ত্বে’ শোরগোল রাজ্যজুড়ে!


ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবার রাখ ঢাক না করে সংবাদমাধ্যমের ওপরই দোষ চাপাতে দেখা গেল তাঁকে। বস্তুত, বীরভূমের লোকপুরে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের জেলা সভাপতি। তাঁর দাবি, ফাঁকা বাড়িতে যে কেউ বোমা রাখতে পারে। সাংবাদিকেরাও খবরের স্বার্থে বোমা রেখে আসতে পারেন।

সূত্রের খবর, শনিবার সাঁইথিয়ায় একটি নবনির্মিত বাসস্ট্যান্ডের উদ্বোধন করতে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। জানা যায়, খয়রাশোলের লোকপুরে শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যাওয়া নিয়ে এদিন তৃণমূল জেলা সভাপতির প্রতিক্রিয়া চেয়েছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা।

কিন্তু সাংবাদিকদের সেই প্রশ্ন শেষ হতে না হতেই প্রশ্নকর্তাকে অনুব্রতবাবু বলে বসেন, ‘‘ওটা তো ফাঁকা বাড়ি। সাংবাদিকদের খবর নেই, খবরের স্বার্থে ফাঁকা বাড়িতে বোমা তুমিও রাখতে পার।’’ আর জেলা তৃণমূল সভাপতি বিস্ফোরণের ঘটনায় সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তোলায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিগত চার সপ্তাহে দুবরাজপুর ও খয়রাশোলের বিভিন্ন থানা এলাকায় শাসক দলের নেতা-কর্মীদের বাড়িতে চারটি বিস্ফোরণ ঘটেছে। আর বীরভূমের মাটিতে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলে এদিন অনুব্রত মণ্ডলকে পাশে পেয়ে সেই প্রশ্ন সাংবাদিকরা করলে বীরভূম জেলা তৃণমূল সভাপতি জবাব, ‘‘হাইলাইট হবে বলে। তোমার চ্যানেলে দেখাবে সেই জন্য।’’

সত্যিই হতচকিত করেছে অনেককে। পাশাপাশি বীরভূম থেকে কেন এত বোমা উদ্ধার হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে এদিন বিজেপিকে কাঠ গড়ায় তুলেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘‘লোকসভায় অশান্তির জন্য বিজেপি বোমা এনেছিল। সেগুলোই উদ্ধার করছে পুলিশ।’’

এদিকে জেলা তৃণমূল সভাপতি মুখ থেকে বিস্ফোরণের ঘটনায় সংবাদমাধ্যমের কর্মীদের কাঠগোড়ায় দাঁড় করানোর মন্তব্য শুনে পাল্টা তার প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মনসা হাঁসদা। এদিন তিনি বলেন, ‘‘সংবাদমাধ্যমই তো ওঁকে মাথায় তুলেছে। বোমা রাখছ বলে সেই ভালবাসার প্রতিদান দিচ্ছেন তিনি!’’

অন্যদিকে এই ব্যাপারে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘মানসিক ভারসাম্য ঠিক রয়েছে তো ওঁর? বড় চিন্তা হচ্ছে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!