এখন পড়ছেন
হোম > রাজ্য > অনুব্রত মন্ডলকে বীরভূমে রোখার ‘ব্রহ্মাস্ত্রে’ গোপনে শান দিচ্ছে গেরুয়া শিবির

অনুব্রত মন্ডলকে বীরভূমে রোখার ‘ব্রহ্মাস্ত্রে’ গোপনে শান দিচ্ছে গেরুয়া শিবির

বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে দলীয় কর্মীর হয়ে প্রচারকার্যে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। একদা বিজেপির প্রতাপশালী নেতা দুধকুমার মণ্ডলের হয়ে প্রচারে গিয়ে হয়ে প্রচার কার্যে অংশ নিলেন বিজেপির এই রাজ্য নেত্রী। জানা যাচ্ছে দুধকুমার মণ্ডল বিধানসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন বেশ কয়েক বছর আগে। কিন্তু এতদিন অবধি তাঁর জন্যে প্রচার কাজে কোনো রাজ্য নেতৃত্বের দেখা মেলেনি। এই প্রথম মোর্চা নেত্রী তাঁর হয়ে প্রচার করলেন। অন্যদিকে মঙ্গলবার রাজনগর ব্লকে জেলা সভাপতি রামকৃষ্ণ রায়কে নিয়ে প্রচার করেন লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য এই ময়ূরেশ্বর ২নং ব্লক এক সময়ে বিজেপির শক্ত ঘাঁটি ছিলো। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ব্লকের সাতটি পঞ্চায়েতের মধ্যে কুন্ডলা ও ময়ূরেশ্বর বিজেপি দখল করেছিল। সেই নির্বাচনে অনুব্রত মণ্ডলকে সমানে টক্কর দিয়েছিলেন তৎকালীন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। এরপর সময় বদলের সাথে সাথে দুধকুমার মন্ডল বিধানসভা ভোটে রামপুরহাট কেন্দ্র থেকে মনোনীত হলেও মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই দুধকুমার মন্ডল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজের গ্রাম ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণবহড়া গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতদিন দলের কাছে তিনি এতো গুরুত্বপূর্ণ না হলেও বর্তমান পরিস্থিততে একমাত্র ময়ূরেশ্বরেই একমাত্র সম্ভবনা রয়েছে গেরুয়া শিবিরের। ময়ূরেশ্বর পঞ্চায়েতের মোট ১৬ টি আসনের মধ্যে চারটি আসন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এখন ১২ আসনের মধ্যে কমপক্ষে আটটি জিতে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চাইছে বিজেপি। তাই গুরুত্ব পাচ্ছেন এখানকার ভূমিপুত্র দুধকুমারও। সূত্রের খবর অনুসারে আগামী লোকসভা নির্বাচনে দুধকুমার মন্ডলকে বোলপুর থেকে মনোনীত করার সম্ভবনা রয়েছে বিজেপির। মঙ্গলবার রাজনগর ব্লকের মাধাইপুর গ্রামে প্রচার কার্যে গিয়ে এলাকার সাধারণ মানুষকে মহিলা মোর্চার নেত্রী একরকম নির্দেশের সুরেই বললেন, “রান্না না করে পান্তা ভাত খেয়ে ভোট দিতে যাবেন, তবু ভোট দিতে দেরি করবেন না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!