এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “বীরভূমে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ” এবার রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি, বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের !

“বীরভূমে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ” এবার রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি, বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বোলপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে রাস্তার উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভে সামিল হল বীরভূম জেলা বিজেপির বেশকিছু নেতাকর্মী তথা সদস্য। হাতে থালা-বাসন নিয়ে, গলায় সবজির মালা ঝুলিয়ে সম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে বিশেষ প্রতিবাদ জানালেন তাঁরা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানবার সঙ্গে সঙ্গেই একাধিক বিষয় নিয়ে চলল তাদের বিক্ষোভ কর্মসূচি।

প্রসঙ্গত আগামী ৪ ঠা অক্টোবর নবান্ন অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা বিজেপি। তার পূর্বে আজ চললো তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখা কালীন বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল জানালেন যে, শাসকদল তৃণমূলের হত্যা, সন্ত্রাস পাথর,বালি,কয়লার কাটমানি সমস্ত কিছু নিয়ে তাঁরা আগামী ৪ ঠা অক্টোবর নবান্ন অভিযানের ডাক
দিয়েছেন।

এরপর, বীরভূম জেলা পুলিশের উদ্দেশ্যে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বীরভূম জেলার বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে ২৫ টি মাদক জাতীয় মামলা দায়ের করেছে পুলিশ। তাই এ বিষয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। এ বিষয়ে তাঁর প্রশ্ন, বীরভূম জেলার থানা গুলিতে কতটা পরিমাণ গাঁজা, ড্রাগ, নেশাজাত দ্রব্য পুলিশ মজুত করেছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরে তিনি জানালেন যে, বীরভূম জেলাতে শাসক দল তৃণমূলের প্রচন্ড অত্যাচার ও সেইসঙ্গে পুলিশি নির্যাতন সমস্ত কিছুর বিরুদ্ধে সুবিচার চাইতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন তিনি। তিনি আরও জানালেন যে, বীরভূম জেলার বেশ কিছু অবৈধ মামলার ফাইল তিনি রাজ্যপালের হাতে তুলে দিতে চলেছেন।

এরপর পুলিশকে প্রায় হুঁশিয়ারি দেবার সুরে জেলা সভাপতিকে বলতে শোনা গেল,  ” পুলিশ প্রশাসন যেমন বিজেপির কর্মীদের বাড়িতে থাকতে দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না । আমরাও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুলিশ প্রশাসনের চোখের ঘুম কেড়ে নেব । সঠিক সময়ে খেতে দেব না । আমাদের পিছনে পিছনে ঘোরাব৷”

এভাবেই আজকের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানালেন বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!