এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বীরভূমে বিজেপি বেশি আসন পেতে চলেছে দাবি কংগ্রেস বিধায়কের

বীরভূমে বিজেপি বেশি আসন পেতে চলেছে দাবি কংগ্রেস বিধায়কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে প্রতিটি রাজনৈতিক দল দাবি করছে, তারা এবার সবথেকে বেশি আসনে জয়লাভ করবে। এক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে টক্কর কার্যত চোখে পড়ার মত। তবে এক রাজনৈতিক দলের নেতা অন্য আর এক রাজনৈতিক দলের হয়ে সওয়াল করবেন, তা সত্যিই অকল্পনীয় ব্যাপার। গত লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজ্যে বিজেপির উত্থান ক্রমশ বাড়তে শুরু করেছে।

আর এবার আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমে বিজেপি সবথেকে বেশি আসনে জয়লাভ করবে বলে দাবি করতে দেখা গেল জেলার একমাত্র কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদকে। যে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। যেখানে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তৃণমূল এবং বিজেপির থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, সেখানে বীরভূম জেলার একমাত্র কংগ্রেস বিধায়কের বিজেপির পক্ষ নিয়ে এই ধরনের মন্তব্য চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যজুড়ে।

বস্তুত, এই বীরভূম জেলায় তৃণমূল অনেকটাই শক্তিশালী। কেননা এখানে অনুব্রত মণ্ডলের মত তৃণমূলের দাপুটে নেতা রয়েছেন। ইতিমধ্যেই তিনি বুথভিত্তিক কর্মীসভার ওপর জোর দিতে শুরু করেছেন। নানা জায়গায় গিয়ে সভার মধ্যে দিয়ে কর্মীদের অভাব-অভিযোগ শুনছেন। পাশাপাশি সংগঠনকে কিভাবে মজবুত করা যায়, তার বার্তা দিচ্ছেন। আর এই পরিস্থিতিতে ঘোর বিরোধী বিজেপির পক্ষ নিয়ে যেভাবে বীরভূম জেলায় বিজেপি সবথেকে বেশি আসন পাবে বলে দাবি করলেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ, তাতে কংগ্রেস এবং তৃণমূল যেমন অস্বস্তিতে পড়ল, ঠিক তেমনই বিজেপি অনেকটাই উজ্জীবিত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কি বলেছেন এই কংগ্রেস বিধায়ক? সূত্রের খবর, এদিন দুবরাজপুরের একটি কর্মসূচিতে কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ বলেন, “সামনের বিধানসভা নির্বাচনে বীরভূম জেলা থেকে সবথেকে বেশি আসন পাবে বিজেপি। তারা পাঁচটি আসনে জিতবে। তিনটি আসনে জিতবে তৃণমূল, আর বাকি আসনগুলোতে জিতবে বাম- কংগ্রেস জোটের প্রার্থীরা।”

প্রসঙ্গত উল্লেখ্য, এই বীরভূম জেলায় মোট 11 টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে পাঁচটি আসনে বিজেপি জিতবে বলে কংগ্রেস বিধায়ক মন্তব্য করায় এখন রীতিমত হতাশ এই জেলার কংগ্রেসের নেতা কর্মীরা। দলের বিধায়কের মুখ থেকে যদি এই ধরনের কথা বের হতে শুরু করে, তাহলে আগামী দিনে দলের নেতাকর্মীরা কিভাবে নির্বাচনে লড়াই করবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

যদিও বা এই প্রসঙ্গে এক কংগ্রেস নেতা বলেন, “এটা ওনার ব্যক্তিগত মত। দল এই ধরনের কথাকে সমর্থন করে না।” তবে নির্বাচনী লড়াইয়ে নামার আগেই যেভাবে কংগ্রেস বিধায়ক বিজেপিকে এগিয়ে দিলেন, তাতে কংগ্রেস-তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কংগ্রেস বিধায়কের এই মন্তব্য আগামীদিনে বীরভূম জেলা রাজনীতিতে কি প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!