এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বীরভূমে কেন গুড়-বাতাসা, চড়াম চড়াম আওয়াজ ! বড় প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু !

বীরভূমে কেন গুড়-বাতাসা, চড়াম চড়াম আওয়াজ ! বড় প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্টপ্রায় প্রতিটি নির্বাচনের আগেই সরগরম হয়ে ওঠে বীরভূম জেলা। যেখানে সেই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে শোনা যায় নানা কথা। কখনও তিনি বলেন, গুড় বাতাসার কথা, আবার কখনও বা চড়াম চড়াম ঢাকের কথা বলে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেন। আর এই পরিস্থিতিতে এবার বীরভূমে রেলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন বীরভূমে এই সমস্ত কথা বলা হবে, সেই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন রেলের একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আজকে বীরভূম জেলাকে কেন লোকে বলবে, বালি, কয়লা, পাথরের জায়গা! কেন বীরভূম জেলায় গুড় বাতাসা, চড়াম চড়াম আওয়াজ, উন্নয়ন দাঁড়িয়ে আছে, খেলা হবে এইসব কথা শুনতে হবে! বীরভূম পরিচিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, তারাপীঠের মায়ের নামে, প্রণব মুখোপাধ্যায়ের নামে, বাউলদের নামে।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে নাম না করে অনুব্রত মণ্ডলকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!