এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বীরভূমে স্বরাস্ট্রমন্ত্রীর পাল্টা রোডশো করতে চলেছেন মুখ্যমন্ত্রী

বীরভূমে স্বরাস্ট্রমন্ত্রীর পাল্টা রোডশো করতে চলেছেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দিন-ক্ষণ স্থির না হতেই জমে উঠেছে নির্বাচনী লড়াই। গতকাল বীরভূম জেলার বোলপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোডশো অনুষ্ঠিত হলো। যেখানে ব্যাপক জনসমাগম হয়েছিল। এই রোডশো থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিম বাংলা থেকে তৃণমূল উৎখাতের ডাক দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের প্রতি আত্মবিশ্বাসি বক্তব্যও রেখেছেন তিনি। এবার বীরভূমে পাল্টা রোডশো করার পরিকল্পনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ সে ডিসেম্বর বীরভুমের বোলপুরে বঙ্গধ্বনি যাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর শহরে হবে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় যোগদান করবেন প্রায় ২ লক্ষ মানুষ।

গতকাল বোলপুরের রোডশোতে ব্যাপক জনসমাগম হয়েছিল, যা দেখে আপ্লুত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তিনি জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে ২০০ টির বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি ও পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি হুডখোলা গাড়ির উপর দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে, বিজেপিকে একটি বার অন্তত সুযোগ দিতে, সোনার বাংলা গড়বে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল দুপুর তিনটার সময় এই কর্মসূচি শুরু হয়েছিল। সেসময় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, অনুপম হাজরা, দেবশ্রী চৌধুরী প্রমুখরা। সংবাদমাধ্যমের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রতি জনতার বিশ্বাস ও মুখ্যমন্ত্রীর প্রতি রাগের বহিঃপ্রকাশ হলো এই ভিড়। বাংলার উন্নয়ন করবে বিজেপি। যেখানে বিজেপি সরকার আছে, সেখানেই উন্নয়ন করছে, বলে তাঁর দাবি। অন্যদিকে উন্নয়নের রাস্তা থেকে সরে গেছে পশ্চিমবাংলা।

এরপর জনগণের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন জানান, ” এতদিন তো কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূলকে দেখলেন। কিন্তু তাতে কি অবস্থার কোনও বদল হয়েছে? বিজেপিকে একটি বার সুযোগ দিন, সোনার বাংলা গড়ব। ভাইপোর দাদাগিরি বন্ধ হবে। ” অন্যদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোলপুরে যখন রোডশো করেছিলেন, সে সময় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বীরভূম জেলার বিভিন্নস্থানে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা চলে ছিল।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্বরাষ্ট্র মন্ত্রীর রোডশোকে কটাক্ষ করে জানিয়েছিলেন, ” আমি জনসভা করলে জেলার লোক নিয়ে করি, মুর্শিদাবাদ-আসানসোল-বাঁকুড়া-বর্ধমান থেকে লোক আনতে হয় না, এটা ছোট জিনিস, এরকম লক্ষ লক্ষ লোক আনার ক্ষমতা আছে, ৫ লক্ষ লোক আনব, ব্লকে ব্লকে ৮০ হাজার লোক আসবে। ” এবার বোলপুরে রোডশো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল দাবি করেছেন যে, এখানে যোগদান করবেন প্রায় ২ লক্ষ মানুষ। ভিড়ের নিরিখে স্বরাষ্ট্রমন্ত্রী না মুখ্যমন্ত্রী, কে জয়লাভ করেন? সেদিকে দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!