এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বীরভূমের ইকোনমিই নির্ভর করত অনুব্রতর ওপর’ বিস্ফোরক অভিযোগ এই হেভিওয়েটের !

‘বীরভূমের ইকোনমিই নির্ভর করত অনুব্রতর ওপর’ বিস্ফোরক অভিযোগ এই হেভিওয়েটের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি সিবিআইয়ের হতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা তথা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । আর এমত পরিস্থিতিতে এবার অনুব্রত মণ্ডলকে তুলোধনা করে সরব হলেন বিজেপির অনুপম হাজরা । যদিও বলা যেতে পারে বর্তমানের অনুপম হাজরার রাজনৈতিক কেরিয়ারের যাত্রা শুরু হয়েছিলো এই অনুব্রত মণ্ডলের হাত ধরেই। একটা সময়ে তৃণমূলে থাকাকালীন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন অনুপম হাজরা। বোলপুর থেকে তৃণমূলের টিকিটেই প্রথমবার সাংসদ পদে নির্বাচিত হন অনুপম। তবে এরপর নানা ঘটনাপ্রবাহের পর অনুপম যোগ দেন বিজেপিতে।

এদিন অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গে বর্তমানের হেভিওয়েট বিজেপি নেতা অনুপম হাজরা বিস্ফোরক অভিযোগে অনুব্রত কে নিশানা করে বলেন ‘নোটবন্দীর সময় অনুব্রত বীরভূমের যত সোনার দোকান ছিল তা সন্ধেবেলায় বন্ধ হবার পর তা খুলিয়ে সব সোনা কিনেছিলেন। বীরভূমের ইকোনমিই তো ওনার ওপর নির্ভর করত। অনুব্রত যা করেছে তার ফল ভোগ করতে হবে তার পরিবারকে। অনুব্রতর আশেপাশে যারা আছেন তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। এই গোটা বিষয়ে যুক্ত একাধিক কাউন্সিলর থেকে মন্ত্রী। উনি গ্রেফতার হয়েছেন, আস্তে আস্তে আরও রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। ততটাই কামাও, যতোটা ভোগ করতে পারবে। উনি এতটাই কামিয়ে ফেলেছেন, মানে আমাদের কাছে এখনও যা কাগজ পত্র জমা পড়েছে, তাতে করে উনি তিন থেকে চার হাজার কোটি টাকার মালিক, এটা একটা রোগ। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা লাগে?’

স্বভাবতই বিজেপির অনুপম হাজরা এদিন তার এই ধরনের বিস্ফোরক মন্তব্য করে যে রাজ্যের শাসকদল অস্বতিকে আরো বাড়িয়ে দিলেন বলে মত রানৈতিক মহলের একাংশের। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!