এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > শুধুই কি ভারতে হচ্ছে প্রাদুর্ভাব? আসুন দেখি একনজরে ভারতের আগে কোথায় কোথায় থাবা বসিয়েছে বার্ড ফ্লু ভাইরাস।

শুধুই কি ভারতে হচ্ছে প্রাদুর্ভাব? আসুন দেখি একনজরে ভারতের আগে কোথায় কোথায় থাবা বসিয়েছে বার্ড ফ্লু ভাইরাস।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

করোনা আবহে ভাইরাসের নাম শুনলেই যেন আতঙ্ক জাগে, আর সেই করোনা আবহে দেশে আর এক ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে বিগত কিছুদিন। ইতিমধ্যেই বার্ড ফ্লুর কবলে পড়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরালা, হিমাচল প্রদেশ। তবে শুধু ভারতে নয়, বিগত কিছু সপ্তাহ ধরে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব আন্তর্জাতিক হয়ে উঠেছে। অক্টোবরের শেষ থেকেই ইউরোপের বিভিন্ন দেশ পেরিয়ে নভেম্বরে এশিয়াতে ঢুকে পড়ে বার্ড ফ্লু।

গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি ডাচ্ সরকারের তরফে জানানো হয় সেদেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ঘটেছে। এবং তার নেপথ্যে রয়েছে, বার্ড ফ্লু ভাইরাসের অতি সংক্রমক H5N8 স্ট্রেন। বার্ড ফ্লু প্রাদুর্ভাবের ফলে নেদারল্যান্ডসে প্রায় তিন লক্ষ মুরগী এবং কুড়ি হাজার হাঁস মেরে ফেলা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নেদারল্যান্ডসের পরই অক্টোবর নভেম্বর মাসে যুক্তরাজ্য, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স সহ ইউরোপের নানান দেশে H5N8 স্ট্রেনের খোঁজ মিলেছে। পোলট্রি গুলিতে প্রাদুর্ভাব রুখতে লক্ষ লক্ষ হাঁস, মুরগী, টার্কি সহ বিভিন্ন পাখী মারা হয়েছে। গতকাল জার্মান সরকারের তরফে জানানো হয়েছে, প্রাদুর্ভাবের ফলে আরও ৬২০০০ হাঁস, টার্কি মারা হবে।

ইউরোপের সুদূর উত্তরেও ছড়িয়েছে বার্ড ফ্লু। নভেম্বরের মাঝামাঝি সুইডেনে হানা দেয় বার্ড ফ্লু। একটি ফার্মের ৩২০০ টার্কি মেরে ফেলা হয় সেদেশে বার্ড ফ্লু আক্রমণের পর। নভেম্বরের শেষে নরওয়েতে প্রথম খোঁজ মেলে H5N8 মারণ ভাইরাসের। এরপরই নরওয়ে খোলা জায়গায় পোলট্রি ফার্মিং নিষেধ করে।

এশীয় দেশগুলিতেই চীন নভেম্বরের শেষেই, সে দেশে H5N8 এর উপস্থিতির ব্যাপারে জানিয়েছে। একই সময় এশিয়ার আর এক দেশ সাউথ কোরিয়া H5N8 মারণ ভাইরাসের কবলে পড়ে। জাপানে বার্ড ফ্লু প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করে। সেখানে ৩০ লক্ষ পাখী মারা হয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!