এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের নানান প্রান্তে মরছে হাজার হাজার পাখী, পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। জানুন বিস্তারিত

দেশের নানান প্রান্তে মরছে হাজার হাজার পাখী, পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ঘটনার সূত্রপাত রাজস্থানে। বছরের শুরুতেই সে রাজ্যের বিভিন্ন জেলায় বহুল সংখ্যক কাক মরতে দেখা যায়। পরীক্ষায় পাঠানো হলে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া যায় মৃত পাখীর শরীরে। এই ঘটনার পর সে রাজ্যে সতর্কতা জারি করা হয়। ইতিমধ্যে মধ্যপ্রদেশে হানা দিয়েছে ভাইরাস। সে রাজ্যের পশুপালন বিভাগের সূত্রে জানানো হয়েছে, আনুমানিক ৪০০ কাক বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে রাজ্যের ৭-৮টি জেলায়।

এরপর রাজস্থান, মধ্য প্রদেশ ছাড়িয়ে সুদূর দক্ষিণে কেরালায়। সে রাজ্যের বনমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আনুমানিক ১২০০০ হাঁস H5N8 ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। কেরালার কট্ট্যাম, আলপুঝা জেলার বেশ কিছু অঞ্চলে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে রাজ্য ভিত্তিক সতর্কতা জারি করা হয়েছে। গতকাল কেরালার পশুপালন বিভাগের সূত্রে জানান হয়েছে, সে রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ রুখতে আনুমানিক ৫০০০০ পাখী মারা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেরালা সরকার ইতিমধ্যেই বার্ড ফ্লু প্রাদুর্ভাবে, রাজ্য ভিত্তিক বিপর্যয় ঘোষণা করেছে। তবে সেখানেই থেমে থাকেনি বার্ড ফ্লু ভাইরাস, কেরালার পর সুদূর উত্তরে হিমাচল প্রদেশে প্রায় ১৮০০ পরিযায়ী পাখিকে মরে পড়ে থাকতে দেখা যায় পং দাম লেক অভয়ারণ্যে। নমুনা পরীক্ষার পর তাদের শরীরেও বার্ড ফ্লু সৃষ্টিকারী H5N8 পাওয়া গেছে। এই ঘটনার পর হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে হাঁস, মুরগীর কেনা, বেচা, রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হিমাচল প্রদেশে পরিযায়ী পাখির শরীরে বার্ড ফ্লু ভাইরাস পাওয়ার ফলে দেশ জুড়ে সমস্ত চিড়িয়াখানাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, গুজরাটের যুনাগর জেলার খারো জলাধারে ৫৩টি মৃত পাখী পাওয়া গেছে ৩রা জানুয়ারি। এই পরিস্থিতিতে স্বভাবতই ছড়িয়েছে আতঙ্ক। পাখীর মৃতদেহগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, বার্ড ফ্লু ছড়িয়েছে কিনা জানার জন্য। প্রাথমিক ভাবে, খাদ্যে বিষক্রিয়ার পাখিদের ফলেই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!