এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিরোধের অবসান,দিলীপ ঘোষকে অকুন্ঠ সহমর্মিতা জানিয়ে তাঁর পাশে দাঁড়ালেন তথাগত রায়

বিরোধের অবসান,দিলীপ ঘোষকে অকুন্ঠ সহমর্মিতা জানিয়ে তাঁর পাশে দাঁড়ালেন তথাগত রায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বারবার বিজেপির রাজ্য নেতৃত্বকে আক্রমণ করে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বিজেপির সদ্য-প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বারবার কটাক্ষ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কেও। তাঁর নানা কটাক্ষের জবাব দিতেও দেখা গেছে দিলীপ ঘোষকে। তবে এবার দিলীপ ঘোষকে বিরোধিতার পরিবর্তে তাঁর পাশে এসে দাঁড়াতে দেখা গেল তথাগত রায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ একটি টুইট করেছেন তথাগত রায়। যে টুইটে তিনি জানিয়েছেন যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা নবান্ন দখলের লড়াইয়ে নেমে দিলীপ ঘোষকে একটি অসহায় রোডে পরিণত করে রেখেছিলেন। তাই যতই তিনি তথ্য জানতে পারছেন, ততই দিলীপ ঘোষের উপর সহমর্মিতা বাড়ছে তাঁর।

এভাবেই দিলীপ ঘোষের বিরোধিতার পরিবর্তে দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন তথাগত রায়। তাঁর এই অবস্থান বদল রাজ্য রাজনীতির বড় চমক বলেই, মনে করছেন অনেকে। কারণ কিছুদিন আগেও যে তথাগত রায় দিলীপ ঘোষকে প্রবল কটাক্ষ করেছেন, তার জবাবও দিয়েছেন দিলীপ ঘোষ। ভালো না লাগলে তাকে দল ছাড়ার পরামর্শও দিয়েছেন। সেই দিলীপ ঘোষকেই তাঁর সহমর্মিতা জানানো যথেষ্ট বিস্ময়কর বলেই ওয়াকিবহাল মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!