এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিরোধীদের নিয়ে রাহুল গান্ধীর ডাকা বৈঠকে অনুপস্থিত দুই বিরোধী শিবির, মহাজোট নিয়ে বাড়ছে সংশয়

বিরোধীদের নিয়ে রাহুল গান্ধীর ডাকা বৈঠকে অনুপস্থিত দুই বিরোধী শিবির, মহাজোট নিয়ে বাড়ছে সংশয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকালে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি বিশেষ বৈঠক দেখেছিলেন রাহুল গান্ধী। এই বৈঠকে একাধিক বিরোধী দলের একাধিক সাংসদ উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধীদের একজোট হবার বার্তা যেমন দেওয়া হয়েছে, তিনি সরকারকে কোণঠাসা করার বিষয়েও পরিকল্পনা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূল, শিবসেনা, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দল উপস্থিত থাকলেও বৈঠকে একান্তভাবে অনুপস্থিত আম আদমি পার্টি ও বহুজন সমাজ পার্টি। দুই দলের অনুপস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিরোধী জোট গঠনের বাস্তবতা নিয়েও উঠছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজকের বৈঠকে বিরোধী দলের বহু সাংসদ উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। উত্তর ও দক্ষিণ ভারতের ১৪ টি দলের একাধিক বিরোধী নেতৃত্তের উপস্থিতি ছিল সেখানে। মক পার্লামেন্ট এর ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছিল। আবার, পেগাসাস প্রসঙ্গ নিয়ে, নয়া কৃষি আইন নিয়েও আলোচনা চলছে বৈঠকে। রাহুল গান্ধী জানিয়েছেন, বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে থাকে, যা এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিরোধিরা যত ঐক্যবদ্ধ, তত তাদের গলার জোর বাড়তে পারবে, যাকে রোখা বিজেপি, আরএসএস-এর পক্ষে কঠিন হয়ে উঠবে।

তবে, এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেল না আম আদমি পার্টি ও বহুজন সমাজ পার্টিকে। এ প্রসঙ্গে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং জানালেন যে, বৈঠকে উপস্থিত থাকা বা উপস্থিত না থাকা, গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। সংসদে যখন কৃষকদের কোন বিষয় নিয়ে বা ফোনে নজরদারি নিয়ে কথা উঠেছে, তখন বিরোধীদের সমর্থন করেছেন তাঁরা। তবে, বহুজন সমাজ পার্টির অনুপস্থিত থাকার কারণ এখনো জানা যায়নি। আর এই দুই পাটির অনুপস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

ইতিপূর্বে কংগ্রেসের ডাকা একাধিক বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গেছে আম আদমি পার্টিকে। আবার কিছুদিন আগে রাহুল গান্ধীর ডাকা বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় নি তৃণমূল সাংসদের। এমন একাধিক ঘটনা থেকে বিরোধী জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক দলের পক্ষ থেকে বারবার বিরোধী জোটের ঘোষণা করা হলেও বাস্তবে বিরোধী জোট গঠন করা কতদূর সম্ভব? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!