এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিরোধী দল থেকে প্রার্থী দিলেই ব্যবস্থা? হুমকি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা!

বিরোধী দল থেকে প্রার্থী দিলেই ব্যবস্থা? হুমকি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এতদিন নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। এমনকি মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বিরোধী নেতা কর্মীদের ভয় দেখানো হয় বলে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দল বিজেপি। আর প্রতিটি ক্ষেত্রেই এই ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। আর এবার বিরোধীদের হাতে বাড়তি হাতিয়ার তুলে দিয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুর মান্নানকে।

যেখানে পঞ্চায়েত নির্বাচনে যদি বিরোধীরা মনোনয়ন জমা দিতে উদ্যত হয়, তাহলে তাদেরকে যে ছেড়ে দেওয়া হবে না, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন এই তৃণমূল নেতা। এক্ষেত্রে কেউ তাদের দলের প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিলে, তাহলে তারা আর বাড়ি ফিরতে পারবে না বলেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিতে দেখা গেল হেভিওয়েট শাসক দলের এই নেতাকে। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন বীরভূমের দারকা গ্রামে তৃনমূলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ সেখানেই উপস্থিত হয়ে কার্যত বিরোধীদলের উদ্দেশ্য হুঁশিয়ারি দিতে দেখা যায় তৃণমূল নেতা আব্দুর মান্নানকে। তিনি বলেন, “আর কিছুদিন পরেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে একজনই প্রার্থী যাবে। আর কোনো বিরোধী যদি নমিনেশন ফাইল করতে যায়, তাহলে সে আর লাভপুর থেকে ফিরে যেতে পারবে না। এমনকি আমাদের দলের প্রার্থী যদি দলের ঠিক করে দেওয়া প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ায়, তাহলে সেও লাভপুর থেকে বাড়ি যেতে পারবে না।”

আর এখানেই একাংশ বলতে শুরু করেছেন, এতদিন বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তোলা হত। কিন্তু এবার সরাসরি শাসক দলের নেতার মুখ থেকে সেই ধরনের হুঁশিয়ারি শুনতে পাওয়ায় বিরোধীরা যে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আরও বেশি করে সরব হবে, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকদের একাংশ বলতে শুরু করেছেন, এর আগে একাধিকবার বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি থেকে শুরু করে নানা বিতর্কিত মন্তব্য রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। সেদিক থেকে প্রতিবার নির্বাচনের সময়ে এই বীরভূম জেলা নিয়ে ব্যাপক অভিযোগ করতে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে বীরভূম জেলায় সন্ত্রাস বেশি হয় বলেও অভিযোগ থাকে বিরোধীদের গলায়। তবে এই পরিস্থিতিতে যেভাবে তৃণমূল নেতা পঞ্চায়েত নির্বাচনে কাউকে প্রার্থী দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন, তাতে গণতন্ত্র যে সম্পূর্ণরূপে ধুলুণ্ঠিত, সেই ব্যাপারে সরব হতে শুরু করেছেন একাংশ। সব মিলিয়ে তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে আগামী দিনে বিরোধীরা শাসক শিবিরকে কতটা চাপে ফেলতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!