এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিরোধী জোট গঠনে আন্তরিকতা নেই কংগ্রেসের? বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল নেতা!

বিরোধী জোট গঠনে আন্তরিকতা নেই কংগ্রেসের? বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপিকে সরাতে কংগ্রেস-তৃণমূল সবাই এক ছাতার তলায় আসবে, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে, ততই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বৃদ্ধি পেতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ইঙ্গিতপূর্ণ ভাবে জানিয়ে দিয়েছেন যে, কংগ্রেস বিরোধী জোটে থাকতে পারে। কিন্তু তারাই নেতৃত্ব দেবে, এমনটা নয়। অর্থাৎ সকল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় এসে লড়াই করবে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকেও তৃণমূলের সঙ্গে জোট করা নিয়ে তেমন সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। আর এই অবস্থায় এবার বিস্ফোরক টুইট করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন কুনাল ঘোষ। যেখানে তিনি লেখেন, “তৃণমূল কখনই কংগ্রেসকে বাদ রাখার কথা বলেনি। বিজেপি বিরোধী জোট শক্ত করতে কিছু প্রস্তাব দিয়েছে। কংগ্রেস এখনও নীরব। তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে না। মানুষ যেখানে চাইবেন, আমরা সাধ্যমত দল বিস্তার করব। বাকিটা পরে শীর্ষ নেতৃত্ব যথা সময়ে সিদ্ধান্ত নেবেন।”

একাংশ বলছেন, কুনাল ঘোষের এই ট্যুইটের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে গেল যে, তৃনমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। এক্ষেত্রে তৃণমূলের দেওয়া প্রস্তাব হয়ত বা কংগ্রেসের মানতে কিছুটা অসুবিধে হচ্ছে। যার কারণে সেই ভাবে দুই দল কাছাকাছি আসতে পারছে না বলেই কুনাল ঘোষের ট্যুইটের মধ্যে দিয়ে উঠে এল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!