এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বিরোধী মহাজোট সরগরম করল রাজধানী, বৈঠক হল সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে, জেনে নিন বিস্তারিত 

ফের বিরোধী মহাজোট সরগরম করল রাজধানী, বৈঠক হল সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে, জেনে নিন বিস্তারিত 

লোকসভা ভোটের মুখে আরো একবার কেন্দ্র বিরোধী সুর চড়া করল অবিজেপি রাজনৈতিক দলের হেভিওয়েটরা। এদিন দিল্লির অ্যানেক্স বিল্ডিংয়ে বৈঠক হয়ে গেল মহাজোটের নেতানেত্রীদের। বৈঠকে একদিকে যেমন ছিলেন কংগ্রেসের তরফ থেকে সোনিয়া-রাহুল গান্ধী এবং মনমোহন সিং তেমনি অন্যদিকে ছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে শরদ পাওয়ার,চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লা, তেজস্বী যাদবরাও ছিলেন। তবে অপ্রত্যাশিতভাবে বৈঠকে দেখা যায় নি অখিলেশ-মায়াবতীকে। তবে সপা এবং বসপার তরফ থেকে প্রতিনিধি পাঠিয়েছিলেন তাঁরা। এই বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই দিল্লি পৌছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় বছরখানেক আগে মহাজোটের যে ভীত গড়া শুরু হয়েছিল লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে তার শেষ মুহূর্তের কাজ চলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ১৯ জানুয়ারী কোলকাতার ব্রিগ্রেডের মঞ্চে মহাজোটের সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চলতি মাসের ১১ তারিখ দিল্লির অন্ধ্রভবনে এবং শেষে ১২ ফেব্রুয়ারি দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে মহাজোটের নেতানেত্রীরা বৈঠক করেন।

এরপর বুধবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি দিল্লিতে সংসদ ভবনে কাছাকাছি আসে বিজেপি বিরোধী দলগুলো। লোকসভা ভোটের প্রাক্কালে একইমাসে তিন তিনটি বিজেপি বিরোধী বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবারের লোকসভা ভোটে কেন্দ্র থেকে মোদী সরকার হটাতে বিরোধীরা যে কতোটা উদ্যোগী তা তাঁদের দফায় দফায় জোটের বৈঠকই প্রমাণ দিয়ে দিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বৈঠক অভিজ্ঞমহলের নজর কেড়েছে কারণ বৈঠকে একদিকে যেমন রাহুল-সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। প্রথমে এই বৈঠকে বামেরা উপস্থিত থাকবে না বলে জানালেও পরে ইয়েচুরির উপস্থিতি সকলকে অবাক করে দেয়। তবে অখিলেশ-মায়াবতীর অনুপস্থিতির জন্যে সকলেই একটু অসন্তুষ্ট হয়েছেন।

উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী মহাজোটের মূল প্রণেতা এঁরা। আশা করা হচ্ছে এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের গেরুয়া রথের চাকা থামাতে সফল হবেন পিসি-ভাইপোর ঝুটি। তা সত্ত্বেও ভোটের নির্ঘন্ট ঘোষণা আগে বিরোধী মহাজোটের বৈঠকে কেন তাঁরা হাজির হলেন না তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তবে নিজেরা হাজির না হলেও সপা-বসপার তরফ থেকে দলীয় প্রতিনিধি পাঠানো হয়েছিল বৈঠকে। সাতাশের এই বৈঠক থেকেই মোদী হটাওয়ের ডাক আরো জোরদার করল বিরোধীরা।

উল্লেখ্য,সপ্তদশ লোকসভা ভোটের আগে পুলওয়ামার মর্মান্তিক হামলার জেরে দেশে একটি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। বদলার আগুনে জ্বলছে যেন গোটা দেশ। পাকিস্তান বিরোধী এই লড়াইয়ে অবিজেপি রাজনৈতিক দলকেও পাশে পেয়েছেন মোদী। তা বলে লোকসভা ভোটের লক্ষ্যভ্রষ্ট হতে নারাজ তারা। কেন্দ্র থেকে মোদী হটানোর প্রতিজ্ঞা এখনো অটল রয়েছে বিরোধীদের। যার প্রমাণ দিয়ে গেল ভোটের নির্ঘন্ট প্রকাশিত হওয়ার আগে রাজধানীর বুকে বিরোধীদের মহাজোটের বৈঠক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!