এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিরোধী মহাজোট গঠনে চিন্তা বাড়ছে মমতার, তিন নেতার অবস্থান নিয়ে ধোঁয়াশা!

বিরোধী মহাজোট গঠনে চিন্তা বাড়ছে মমতার, তিন নেতার অবস্থান নিয়ে ধোঁয়াশা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিল্লিতে গিয়ে একের পর এক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে লাগাতার বৈঠক করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের সঙ্গে সামনাসামনি বৈঠক না হলেও, ফোনে কথা বলে রেখেছেন তিনি। সকলের কাছেই তিনি আবেদন করেছেন, যাতে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে জোট গঠন করে ঐক্যবদ্ধ হওয়া যায়। এখন তৃণমূল নেত্রীর একটাই টার্গেট, কেন্দ্রের ক্ষমতা থেকে ভারতীয় জনতা পার্টিকে সরানো।

আর সেই কারণেই সকল বিরোধী জোট এককাট্টা হয়ে যাতে নিজেদের শক্তিশালী রূপ সামনে আনে এবং বিজেপিকে চাপে ফেলে, তার জন্য সকলের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দল এবং তাদের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করলেও, এই বিরোধী মহাজোট গঠন নিয়ে তার কিছুটা হলেও চিন্তা রয়েছে। সেদিক থেকে তিন রাজনৈতিক দলের তিন হেভিওয়েট নেতা কি করবেন, এখন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অবস্থান নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে। তাই এই তিন রাজনৈতিক দল বিজেপি বিরোধিতায় মহাজোটে শামিল হবে কিনা, তা ঠিকমতো বুঝে উঠতে পারছেন না তৃণমূল নেত্রী। অনেকে বলছেন, 2019 সালের লোকসভা নির্বাচনের আগে এই রকম বিরোধী মহাজোট গঠন হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পরবর্তীতে তারা সাফল্য লাভ করতে পারেনি।

এক্ষেত্রেও প্রথম থেকে সেই বিরোধী মহাজোপ গঠনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় তৎপরতা দেখালেও, পরবর্তীতে তা কতটা সাফল্য পাবে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টার কোনো খামতি রাখছেন না। সর্বতোভাবে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে বিজেপিরকে সরানোই যে তাদের মূল টার্গেট হওয়া উচিত, তা বুঝিয়ে দিচ্ছেন তিনি। তবুও এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে যে কিছুটা হলেও ধোঁয়াশা থেকেই যাচ্ছে এবং তা নিয়ে যে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!