এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের পরেই আজ বিজেপি মন্ত্রীর সঙ্গে বৈঠক, মমতার পদক্ষেপ ঘিরে জল্পনা!

বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের পরেই আজ বিজেপি মন্ত্রীর সঙ্গে বৈঠক, মমতার পদক্ষেপ ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির বিরুদ্ধে সরব হয়ে আগামী 2024 এর লোকসভা নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত করতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর করেছেন, তা বলাই যায়। ইতিমধ্যে একাধিক বিরোধী দলের হেভিওয়েট নেতা-নেত্রীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গিয়েছে তাকে। যার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে, আগামী দিনে বিজেপির বিরোধিতার সুর দিল্লি থেকেই বেঁধে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিকভাবে বিজেপিকে চাপে রাখতে একাধিক বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে দিল্লিতে বৈঠক করলেও, বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার কারণে কেন্দ্রের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করতে দেখা গিয়েছে তাকে।

অর্থাৎ তার এই সফর রাজনৈতিক হলেও, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে কেন্দ্রের কাছে দাবি-দাওয়া রাখবেন, তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিনভর একাধিক বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর বৃহস্পতিবার আবারও বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠক কিছুটা অন্যরকম বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিক ভাবেই এই বৈঠককে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি বিরোধী মহাজোটকে শক্তিশালী করতে উদ্যত হয়েছেন, তখন কেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তার এই বৈঠক? একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তৃণমূল নেত্রী নন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাই একদিক থেকে তার এই দিল্লি সফর যেমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তেমন পশ্চিমবঙ্গের মানুষও তার দিকে তাকিয়ে রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা কেন্দ্রের থেকে বারবার বঞ্চনা আসে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে তিনি বিজেপি বিরোধী মহাজোট গঠনের জন্য রাজনৈতিকভাবে চেষ্টা করলেও, কেন্দ্রের কাছে বাংলার জন্য কি কি সাহায্য বা দাবিদাওয়া তুলে ধরেন, তা অবশ্যই লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক ঘিরে আশা বাড়তে শুরু করেছে বিশেষজ্ঞদের মধ্যে।

তবে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করার পাশাপাশি একাধিক বিরোধী দলের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার মধ্যে অন্যতম ডিএমকে সাংসদ কানিমোঝি। পাশাপাশি জাভেদ আখতার এবং শাবানা আজমির সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে গুঞ্জন তৈরি হয়েছে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবারের রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মসূচি ঘিরে রীতিমতো জল্পনা বাড়তে শুরু করেছে জাতীয় রাজনীতিতে। দিল্লি পৌঁছে যাওয়ার পরেই বিরোধী মহাজোট গঠনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা প্রকাশ্যে এসেছে।

আর এবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ব্যাপারে কোনো দাবিদাওয়া তুলে ধরতে পারেন বলেই মনে করা হচ্ছে। তবে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং একাধিক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করে রাজনৈতিক এবং প্রশাসনিক দুটি দিক সামাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই দিল্লি সফরকে কতটা কাজে লাগাতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!