এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধী নেতাকে ‘খুব ভাল ছেলে’ এর তকমা বিজেপি নেত্রীর! চূড়ান্ত বিতর্ক রাজনৈতিক মহলে

বিরোধী নেতাকে ‘খুব ভাল ছেলে’ এর তকমা বিজেপি নেত্রীর! চূড়ান্ত বিতর্ক রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বিহারের ভোট সম্পন্ন হয়েছে কিছুদিন আগেই। এমন পরিস্থিতিতে নীতিশ কুমারের সরকারকে টেক্কা দিয়ে বেশি আসন দখলের দিকে এগিয়ে গেছে বিজেপি। যদিও সেখানে নিতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন এমনটাই জানিয়েছে বিজেপি, তবুও তার মাঝখানে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের প্রশংসা করতে দেখা গেল বিজেপি নেত্রী উমা ভারতীকে।

সম্প্রতি বিহার ভোটের পর লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তথা বিহারে বিজেপির প্রধান বিরোধী নেতাকে ‘খুব ভাল ছেলে’এর তকমা দিতে দেখা গেছে তাঁকে। যদিও এটা শুনে অনেকেই চোখ কপালে তুলেছেন, তবুও এটাই সত্যি বলে জানা গেছে। শুধু তেজস্বী একাই নয়, নিজের রাজ্যের প্রধান বিরোধী নেতা কমল নাথেরও সুখ্যাতি করতে দেখা গেছে এই নেত্রীকে।

বস্তুত, দেখতে গেলে ৩১ বছর বয়সেই তেজস্বী যাদব এবার নির্বাচনী প্রচারে একা যেভাবে মোদি-নীতীশের বিরুদ্ধে টক্কর দিয়েছেন, তাতে রাজনৈতিক দলের বাইরে গিয়ে অনেকেই সেই দেখে খুশি হয়েছেন বলেই জানা গিয়েছিল। আর তারই প্রকাশ করতে দেখা গেছে উমা ভারতীকে। এদিন বিহারে ভোটের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে উমা ভারতী জানান, “তেজস্বী যাদব খুব ভাল ছেলে। আরেকটু বড় হলেই ও বিহারকে নেতৃত্ব দিতে পারবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এখনই তেজস্বীর বিহার সামলানোর মতো অভিজ্ঞতা হয়নি বলেই জানিয়েছেন তিনি। তবে তাঁর কথায়, “এবারে বিহার একেবারে সামান্য ব্যবধানের জন্য বেঁচে গেল।” কারণ তাঁর মতে তেজস্বী খুব ভাল ছেলে হলেও এত কম বয়সে তিনি রাজ্য সামলাতে পারতেন না বলেই মনে করছেন এই নেত্রী। ফলত তিনি জিতলে সেই লালু প্রসাদেরই জয় হত বলে মনে করেন তিনি। আর সেক্ষেত্রে লালু প্রসাদ সবকিছুর কেন্দ্রে থাকলে বিহারে ফের “জঙ্গলরাজ” শুরু হত বলেই মনে করছেন তিনি।

তবে সেইসঙ্গে কংগ্রেস নেতা তথা কমল নাথেরও প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “কমল নাথজি এই নির্বাচনে (মধ্যপ্রদেশের উপনির্বাচন) খুব ভাল লড়াই করেছেন। বেশ কৌশলগতভাবে লড়েছেন এবারের ভোটে। হয়তো ওঁর সরকার এতদিন থাকলে এসবের প্রশ্নই উঠত না।” শুধু তাই নয়, মানুষ হিসেবেও উনি খুবই ভাল বলেই জানিয়েছেন উমা ভারতী। আর তাই তাঁকে নিজের দাদা বলেই সম্মোধন করতে দেখা গেছে তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!