এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধী সাংসদরা সমর্থন করবেন দ্রৌপদীকে, জল্পনা বাড়ালেন এই হেভিওয়েট!

বিরোধী সাংসদরা সমর্থন করবেন দ্রৌপদীকে, জল্পনা বাড়ালেন এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা এককাট্টা হয়ে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছে। তবে অন্যদিকে এনডিএর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। বিজেপি দাবি করছে, দ্রৌপদী মুর্মুর জয়লাভ শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিস্থিতিতে বিরোধী দলের সাংসদরাও যে তাদের প্রার্থীকে সমর্থন করবেন, সেই ব্যাপারে জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “বাংলায় সিপিএমের কোনো বিধায়ক নেই। রাজ্যসভা থেকে নির্বাচিত সাংসদ রয়েছেন। আর কংগ্রেসের অন্য রাজ্যে যারা জনপ্রতিনিধি আছেন, আমার বিশ্বাস, তারা আমাদের প্রার্থীকে সমর্থন করবেন। আপনারা লক্ষ্য করলে দেখে থাকবেন, এর আগেরবার আমাদের প্রার্থী প্রাপ্ত ভোটের থেকে বেশি ভোট পেয়েছেন। এবারেও তাই হবে।”

স্বভাবতই এই বক্তব্যের মধ্য দিয়ে বিরোধীদের ঘরে ভাঙ্গন ধরানোর চেষ্টা করলেন সুকান্ত মজুমদার বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!