এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিরোধী শিবিরের ঘুম উড়িয়ে নির্বাচনী ময়দানে ক্রমশ শক্তিশালী অবতারে বিজেপি, সামনে এল কোন তথ্য?

বিরোধী শিবিরের ঘুম উড়িয়ে নির্বাচনী ময়দানে ক্রমশ শক্তিশালী অবতারে বিজেপি, সামনে এল কোন তথ্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কংগ্রেস দলের অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে মধ্যপ্রদেশ পুনর্দখল করেছিল বিজেপি। এরপর রাজস্থান পুনর্দখলের উদ্দ্যশ্যে বিজেপি পা বাড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস রাজস্থানের শাসন ক্ষমতা ধরে রাখে। দীর্ঘসময়ের অন্তর্কলহর পর ঠান্ডা হয়ে যায় সমস্ত রাজনৈতিক পরিস্থিতি। রাজস্থানে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের বেশ কিছু সময় পর, সম্প্রতি রাজস্থানের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল। এই নির্বাচনে জোরতার প্রতিদ্বন্দিতা করলো বিরোধী দল বিজেপি।

প্রত্যাশার মতো ফল হলো না কংগ্রেসের। রাজস্থানে মোট ৬টি পুরনিগমে নির্বাচন হয়েছিল। যেগুলির মধ্যে দুটিতে সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস, দুটিতে সংখ্যাগরিষ্ঠ বিজেপি, বাকি দুটিতে কংগ্রেস বা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। এই দুটি পুরনিগমে বোর্ড গঠনের জন্য কংগ্রেস বা বিজেপিকে সাহায্য নিতে হবে নির্দলের। তবে, রাজ্যের শাসন ক্ষমতায় থাকার কারণে এই দুটি পুরনিগমের কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে কংগ্রেস।

কংগ্রেসের ব্যাপক দলীয় কোন্দল ঠান্ডা হয়ে যাবার কিছুটা সময় পর, গত ২৯ সে অক্টোবর ও গত ১ লা নভেম্বর রাজস্থানের মোট ৬ টি পুরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হলো। যা হলো, যোধপুর উত্তর, যোধপুর দক্ষিণ, কোটা উত্তর, কোটা দক্ষিণ, জয়পুর হেরিটেজ ও জয়পুর গ্রেটার। যার মধ্যে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে যোধপুর উত্তর ও কোটা উত্তরে। আবার জয়পুর গ্রেটার ও জয়পুর দক্ষিণ বিজেপি সংখ্যাগরিষ্ঠ। তবে, জয়পুর হেরিটেজ ও কোটা দক্ষিণে কংগ্রেস-বিজেপি কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ কারণে এখানে বোর্ড গঠনের জন্য দুটি দলকেই নির্দলদের উপরে নির্ভর করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত জয়পুর হেরিটেজে পুরনিগমের ভোটে কংগ্রেস পেয়েছে ৪৭ টি আসন, বিজেপি পেয়েছে ৪২ টি আসন। অর্থাৎ ৫ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। এখানকার ১১ টি আসনে জয়লাভ করেছে নির্দলরা। এখানে কংগ্রেসের বোর্ড গঠন অনেকটাই নিশ্চিত। আবার, কোটা দক্ষিণে কংগ্রেস ও বিজেপি উভয়েই জিতেছে ৩৬ টি আসনে। নির্দল প্রার্থীরা ৮ টি আসনে। নির্দল প্রার্থীদের মধ্যে ৩ জন প্রার্থী কংগ্রেসকে সমর্থন করবেন বলে জানালেন। তবে, এখানে কংগ্রেস বোর্ড গঠন করতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

রাজস্থানের ৬ টি পুরনিগমের নির্বাচনে মোট ৫৬০ টি ওয়ার্ডের মধ্যে ২৬১ টি তে জয়লাভ করেছে কংগ্রেস। বিজেপি জয়লাভ করেছে ২৪২ টি আসনে। পুরনির্বাচন এর এই ফলাফলকে কংগ্রেসের পক্ষ থেকে নিজেদের জয় বলে দাবি করা হলো। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন যে, মোট ভোটের ৪০.৯ % শতাংশ কংগ্রেস। যা বিজেপির চেয়ে ২.৫ % বেশি। তবে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রাজস্থানের মানুষ কংগ্রেসের শাসনকে প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র রাজ্যের শাসন ক্ষমতা নিজেদের হাতে থাকার কারণে, অল্প এগিয়ে রয়েছে কংগ্রেস।

প্রসঙ্গত, যে দলের হাতে রাজ্যের শাসন ক্ষমতা থাকে, স্থানীয় নির্বাচনে সে দল তার প্রভাব বিস্তার করবেই এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে, রাজস্থানের শহরগুলিতে সর্বদাই বিজেপির আধিপত্য দেখা যায়। তাই সে দিক থেকে দেখতে গেলে রাজস্থানের এই নির্বাচনে কংগ্রেস বিজেপি উভয়েই ভালো ফল করেছে, সমানে টক্কর দিয়েছে তারা। তবে, রাজস্থানে বিজেপি যে ক্রমশ নিজেদের শক্তি বৃদ্ধি করে চলছে, তাও অস্বীকার করার নয়। বিজেপির এই শক্তি বৃদ্ধি আগামী দিনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কংগ্রেসের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!