এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিরোধী শিবিরের নেতার স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে সম্বোধন বিজেপি নেতার , অস্বস্তিতে ফেললেন গেরুয়া শিবিরকে

বিরোধী শিবিরের নেতার স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে সম্বোধন বিজেপি নেতার , অস্বস্তিতে ফেললেন গেরুয়া শিবিরকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজনীতির কারবারিদের মধ্যে কুকথা, কুবাক্যের প্রয়োগ দিন দিন বাড়ছে। আগামী ৩ রা নভেম্বর থেকে মধ্যপ্রদেশের উপনির্বাচন শুরু হতে চলেছে। এই উপ নির্বাচনের পূর্বে গত রবিবার এক নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতা কমলনাথ জনৈক বিজেপি নেত্রীকে ‘আইটেম’ বলে সম্বোধন করলেন। কংগ্রেস নেতা কমলনাথের বিজেপি নেত্রীর বিরুদ্ধে এই কুমন্তব্যে সোচ্চার হলো বিজেপি শিবির। তাঁর এই ধরণের শব্দ প্রয়োগের প্রবল আপত্তি জানিয়ে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। অন্যদিকে গতকাল সোমবার বিজেপি নেতা বিসাহুলাল সিং কংগ্রেস নেতা বিশ্বনাথ সিং কুঞ্জমের দ্বিতীয় স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে সংবধনা করলেন। যা নিয়েও শুরু হলো তুমুল বিতর্ক।

বিজেপি নেত্রীর প্রতি কংগ্রেস নেতা কমলনাথের এই কুবাক্য প্রয়োগের বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল সোমবার দু’ঘণ্টার জন্য মৌন অনশন পালন করলেন। ওদিকে কংগ্রেস নেতা কমলনাথের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কারণে, নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে কমলনাথের এই মন্তব্য সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দেবার নির্দেশ দিলেন।

আবার, এ নিয়ে গতকাল সোমবার কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন যে, কংগ্রেসের সমস্ত পদ থেকে অপসারণ করা হোক কমলনাথকে। এর সঙ্গে সঙ্গে তাঁর এই মন্তব্যের বিরুধ্যে সোচ্চার হয়ে উঠুক কংগ্রেস। তবে, কংগ্রেস নেতা কমলনাথ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে একটি চিঠিতে জানিয়েছেন যে, তিনি বিজেপি নেত্রীর বিরুদ্ধে কোনো সম্মানহানিকর শব্দ ব্যবহার করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মধ্যপ্রদেশের জনৈক বিজেপি নেতা বিসাহুলাল সিং কংগ্রেস নেতা বিশ্বনাথ সিং কুঞ্জমের দ্বিতীয় স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে সম্বোধন করলেন গত কাল। বিজেপি নেতার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যে ভিডিওতে দেখা যায় যে, কংগ্রেস নেতার দ্বিতীয় স্ত্রীর প্রতি তাকে এমন শব্দের প্রয়োগ করতে। এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই পক্ষ থেকে জানানো হয়েছে ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওতে বিজেপি নেতা বিসাহুলাল সিং বলেছেন যে, নিজের প্রথম স্ত্রীর সম্পর্কে কেন তথ্য গোপন করেছেন বিশ্বনাথ সিং। বিজেপি নেতার অভিযোগ, মনোনয়নপত্রে প্রথম স্ত্রীকে নিয়ে কোন কিছু লেখা হয়নি শুধু নিজের রক্ষিতার নাম রাখা হয়েছে।

বিজেপি নেতা বিসাহুলাল সিংএর এই মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস নেতা বিশ্বনাথ সিং তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন। এ প্রসঙ্গে তিনি জানান যে, তিনি ১৫ বছর আগে বিয়ে করেছেন। এবং তাঁদের ১৪ বছরের একটি কন্যা সন্তানও আছে। এরপর তাঁকে বলতে শোনা যায়, ” এর থেকে বিজেপি নেতাদের চরিত্রটা বোঝা যায়। একদিকে তাঁরা মৌন অনশনের পথে হাঁটছেন অন্যদিকে মহিলাদের অসম্মান করছেন।” তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দু ঘন্টার জন্য মৌন অনশনকে। এভাবেই কুবাক্য প্রয়োগে জরালো কংগ্রেস ও বিজেপি নেতার নাম। যা নিয়ে শোরগোল পড়ে গেল রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!