এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিরোধীদের দাপটে অধিবেশন শুরুতেই পন্ড বিধানসভা, ভাষন না রেখেই প্রস্থান রাজ্যপালের!

বিরোধীদের দাপটে অধিবেশন শুরুতেই পন্ড বিধানসভা, ভাষন না রেখেই প্রস্থান রাজ্যপালের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শুক্রবার থেকেই রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন সূচনার কথা ছিল। তবে এই অধিবেশনকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হবে, তা আগে থেকেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে রাজ্যপালকে ভাষণ লিখে দেওয়া হলেও, সেখানে বিভিন্ন বিষয় না থাকায় রাজভবনের পক্ষ থেকে তা নিয়ে কিছুটা হলেও আপত্তি জানানো হয়েছিল বলে একটি খবর সামনে আসে। স্বাভাবিক ভাবেই রাজ্যপাল বাজেট অধিবেশনের শুরুতে বিধানসভায় উপস্থিত হলেও, তিনি এই ভাষণ পাঠ করবেন কিনা, তার দিকে নজর ছিল সকলের।

অবশেষে শুক্রবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভায় উপস্থিত হয়ে মূল কক্ষে প্রবেশ করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যেখানে আগেভাগেই তাকে স্বাগত জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যপাল মূল কক্ষে প্রবেশ করার সাথে সাথেই বিরোধীদলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী তাকে উদ্দেশ্য করে নমস্কার করেন। স্বাভাবিক নিয়মে এরপর রাজ্যপালের সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করার কথা। কিন্তু এই কাজ শুরু হওয়ার সাথে সাথেই বিরোধীদের বিক্ষোভ শুরু হয়ে যায় রাজ্য বিধানসভার অন্দরমহলে।

যেখানে ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যে যে হিংসা শুরু হয়েছে, সেই কথা কেন রাজ্যপালের ভাষণে নেই, সেই বিষয়টি তুলে ধরে প্রতিবাদ জানাতে শুরু করে বিরোধী দল বিজেপি। যার জেরে ব্যাপক হট্টগোলের কারণে নিজের ভাষণ পাঠ কার্যত বন্ধ করে দেন রাজ্যপাল জাগদীপ ধনকার। আর এরপরেই কার্যত নজিরবিহীনভাবে বাজেট অধিবেশন প্রতিবার রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হলেও, এবার বিরোধীদের বিক্ষোভের জেরে সেই ভাষণ বন্ধ করে বিধানসভা থেকে বেরিয়ে যান পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে বিধানসভার যে ঐতিহ্যবাহী প্রথা, তা পন্ড হয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এদিন বাজেট অধিবেশনের প্রথমে রাজ্যপালের ভাষণ দিয়েই তা শুরু হওয়ার কথা ছিল। তবে সেই ভাষণ নিয়ে ব্যাপক আশঙ্কা আগে থেকেই তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যপাল সেই ভাষণ পাঠ করতে ওঠার সাথে সাথেই যেভাবে বিরোধীদের পক্ষ থেকে নেমে বিক্ষোভ প্রদর্শন করা হল, তাতে তা কার্যত স্তব্ধ হয়ে গেল। যেখানে বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজ্যপাল। আর এই গোটা ঘটনাতে বিরোধীদের দাপট যেমন সামনে এল, ঠিক তেমনই শাসক শিবির যথেষ্ট চাপে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কেননা এমনিতেই সরকার রাজ্যপালের ভাষণ ঠিক করে দিয়েছে বলে অভিযোগ সামনে এসেছিল। এক্ষেত্রে অর্ধসত্য ভাষণ তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছিল। সেদিক থেকে রাজ্যপাল ভাষণ পাঠ করতে না করতেই যেভাবে বিরোধীদের পক্ষ থেকে ভোট পরবর্তী হিংসার কথা কেন সেখানে নেই বলে প্রশ্ন তুলে ধরা হল, তাতে রাজ্যপাল নিজের ভাষণ স্তব্ধ করে দিয়ে পরোক্ষে সুকৌশলী ভাবে বিরোধীদের বক্তব্যে সীলমোহর দিতে চাইলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে আবার বলতে শুরু করেছেন, বিধানসভার অধিবেশন শুরুর একদম প্রথম দিনেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধীরা বুঝিয়ে দিতে চাইল, তারা আগামী দিনে শাসক দলকে একচুল জায়গা ছেড়ে দেবে না। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে যে শাসকদলের বিরুদ্ধে বিধানসভার ভেতরে বিরোধীদের প্রতিবাদ চলবে, এদিনের ঘটনা থেকেই তা পরিষ্কার হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ আগামী দিন যে শাসকদলের কাছে বিধানসভার ভেতরে থাকা বিরোধী দল বিজেপি যথেষ্ট চাপের কারণ হয়ে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বাজেট অধিবেশনের প্রথম দিনে বিরোধীদের বিক্ষোভে রীতিমতো ভাষণ পাঠ না করেই চলে যেতে হল রাজ্যপাল জাগদীপ ধনকারকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!