এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের সুরে এবার পেগাসাস তদন্তের দাবী বিজেপির জোটসঙ্গীর গলাতেও, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে

বিরোধীদের সুরে এবার পেগাসাস তদন্তের দাবী বিজেপির জোটসঙ্গীর গলাতেও, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট পেগাসাস বিতর্ক নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে জাতীয় রাজনীতিতে। সময় যত যাচ্ছে, ততই এই বিষয়টি জটিল হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই পেগাসাস নিয়ে বিরোধীরা সরব হয়েছে সংসদে। পেগাসাস কাণ্ডে অভিযোগের তীর উঠেছে মোদি সরকারের দিকে। যদিও কেন্দ্রীয় সরকার এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছে। কিন্তু বিরোধীদের দাবি, পেগাসাস নিয়ে তদন্ত হোক কেন্দ্রীয় সরকারের নির্দেশে। আর এবার সেই দাবিকে সমর্থন করে কার্যত বিতর্ক উস্কে দিলেন মোদি সরকারের সহযোগি দল জেডিইউ প্রধান নীতীশ কুমার। কার্যত পেগাসাস ইস্যু ক্রমশ মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এবার বিহারে বিজেপির জোটসঙ্গী জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধীদের দাবিকে সমর্থন করে পেগাসাস তদন্তের দাবি জানিয়েছেন। আর তাতেই কার্যত তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে। পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ইতিমধ্যেই পেগাসাস ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তদন্তের দাবি জানিয়েছে বিরোধীরা। যদিও বিরোধীদের দাবি ইতিমধ্যেই নস্যাৎ করে দিয়েছে কেন্দ্র। অন্যদিকে আলাদাভাবে ছত্রিশগড় এবং পশ্চিমবঙ্গ পেগাসাস কান্ডের বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে, যা চাপ বাড়িয়েছে মোদী সরকারের। খুব স্বাভাবিকভাবেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবার বিরোধীদের পাশে দাঁড়াতেই প্রকট হয়ে উঠেছে বিহারের শরিকি দ্বন্দ্ব।

বিজেপির জোটসঙ্গীদের মধ্যে নীতীশ কুমারই প্রথম যিনি এই তদন্তের দাবি তুললেন। এ প্রসঙ্গে নীতীশ কুমার জানিয়েছেন, টেলিফোন ট্যাপিংয়ের কথা শোনা গেলেও এ বিষয়ে একটি তদন্ত হওয়া উচিত। কার্যত ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক নয়। অন্যদিকে নীতীশ কুমারের এই বিরোধিতার পেছনে কি পুরনো শরিকি দ্বন্দ্ব ও মন্ত্রীসভায় রদবদলের বিষয়টি রয়েছে? প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে। বিহারের শেষ নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে এই জেডিইউ-এর সঙ্গে হাত মিলিয়ে। কিন্তু খাতায়-কলমে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও কার্যত ক্ষমতা রয়েছে বিজেপির হাতেই। খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতি নীতীশ কুমারকে খুশি করতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সম্প্রতি নীতীশ কুমার বিজেপির সঙ্গে যখন একাধিক বিষয়ের সংঘাত লাগছে, তখন রবিবার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের প্রধান ওম প্রকাশ চৌতালার সঙ্গে বৈঠক করলেন। যদিও ওম প্রকাশ চৌতালার সাথে জোট বা ভোট নিয়ে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলেই জানিয়েছেন দুই রাজনৈতিক প্রধান। কিন্তু এই পরিস্থিতে জেডিইউয়ের সাথে অন্য দলের বৈঠক খুব একটা ভালো চোখে বিজেপি দেখবেনা তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সূত্রের খবর, সম্প্রতি বিহারে জাতের ভিত্তিতে আদমশুমারি করা নিয়েও ব্যাপক সংঘাত লেগেছে বিজেপি এবং জেডিইউ-এর মধ্যে। কার্যত নীতীশ কুমারের দলের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেন বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল। যা নিয়ে ধীরে ধীরে প্রকট হচ্ছে শরিকি দ্বন্দ্ব। অন্যদিকে নীতীশ কুমারের বিরোধীদের সমর্থন কার্যত গেরুয়া শিবিরের ওপর চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই সূত্রে বিজেপির সঙ্গে জেডিইউ-এর সখ্যতা ভাঙে কিনা, এখন সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!