এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী কে ! জানিয়ে দিলেন মমতা !

বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী কে ! জানিয়ে দিলেন মমতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো সরগরম জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই দিল্লি গিয়ে প্রতিটি বিজেপি বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায। ইতিমধ্যেই সকল বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের নিয়ে একটি বৈঠক হয়েছে। আর সেই বৈঠকের দিকেই নজর ছিল সকলের। অবশেষে সেই বৈঠকের পরে বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন দিল্লির কনস্টিটিউট হলে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী শিবিরের নেতা নেত্রীরা। আর সেখানেই শরদ পাওয়ার যে বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না, তা কার্যত স্পষ্ট হয়ে যায়। যদিও বা কবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, সেটিও স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে আবার বৈঠক অনুষ্ঠিত হবে। তখনই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।” অর্থাৎ বৈঠক হলেও এখনও পর্যন্ত বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী নাম চূড়ান্ত হলো না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!