এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিরোধিতা করেও শেষ পর্যন্ত বিজেপির দেখানো পথেই পা বাড়ালো তৃণমূল, বিস্মিত রাজনীতিমহল

বিরোধিতা করেও শেষ পর্যন্ত বিজেপির দেখানো পথেই পা বাড়ালো তৃণমূল, বিস্মিত রাজনীতিমহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তীব্র বিরোধিতা করেও শেষ পর্যন্ত বিজেপির পথেই হাঁটতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। করোনা টিকাকরণের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকার কারণে একসময় প্রতিবাদে ফেটে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু, এবার থেকে রাজ্যের টিকাকরণের সার্টিফিকেটে থাকতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখন থেকে রাজ্যে করোনা ভ্যাকসিন নেওয়ার পর দেয়া হবে এক শংসাপত্র। যে শংসাপত্রতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও বার্তা দেওয়া থাকবে। রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভা নির্বাচনের আগে যে কারণে তীব্র কেন্দ্র বিরোধিতায় নেমেছিল তৃণমূল সহ একাধিক বিরোধী শিবির, এবার সেই একই কাজ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। যা দেখে অনেকে প্রশ্ন করেছেন, এর দ্বারা কি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেয়া হবে না? এর উত্তরে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পূর্বে একাধিক রাজ্যে করোনা টিকার শংসাপত্রতে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হয়েছে, তাই এটা কোনো নতুন ব্যাপার নয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যে করোনার টিকাকরনে কেন্দ্রীয় সরকার কোনরকম সাহায্য করেনি। তাই শংসাপত্রতে যদি মুখ্যমন্ত্রীর ছবি রাখা হয়, তবে এতে বিরোধিতা করার কোন ব্যাপার থাকতে পারে না।

এখন থেকে যাদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে, তাদের মোবাইল নম্বরে একটি লিঙ্ক দেয়া হবে। সেই লিঙ্কে গেলে সেখান থেকে এই শংসাপত্র ডাউনলোড করা যাবে। তবে, যে ইস্যুতে বিধানসভা নির্বাচনের আগে তীব্র কেন্দ্র বিরোধিতায় নেমেছিল রাজ্য সরকার। এবার তারা নিজেই একাজ করতে চাওয়ায়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। অন্যদিকে, এবার রাজ্যকে আরো ৮০ হাজার ডোজ কোভ্যাকসিন পাঠালো কেন্দ্রীয় সরকার। এই ভাক্সিনগুলি বাগবাজারের স্টোরে মজুত রাখা হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে দেড় কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!