এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিরোধিতা করলেও সকাল-সকাল “খেলা হবে” তে শামিল দিলীপ ঘোষ, চাপে তৃনমূল!

বিরোধিতা করলেও সকাল-সকাল “খেলা হবে” তে শামিল দিলীপ ঘোষ, চাপে তৃনমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সবথেকে বড় কার্যকরী স্লোগান ছিল “খেলা হবে”। যে স্লোগান মাত করে দিয়েছিল গোটা বাংলা। আর তৃতীয় বার ক্ষমতায় আসার পরেই “খেলা হবে” শ্লোগানকে স্বীকৃতি দিয়ে 16 আগস্ট “খেলা হবে” দিবস সরকারি ভাবে পালন করা হবে বলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথম থেকেই এই দিনটির বিরোধিতা করে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। গ্রেট ক্যালকাটা কিলিংয়ের দিনেই “খেলা হবে” দিবস পালন করে হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।

তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই গোটা বিষয় নিয়ে তৃণমূলকে কটাক্ষ করা হলেও, আজ “খেলা হবে” দিবসের দিন সকাল সকাল ফুটবল খেলায় মাততে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে। যেখানে ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়ে ফুটবল খেলতে শুরু করলেন তিনি। অর্থাৎ একদিকে “খেলা হবে” দিবসকে কটাক্ষ এবং অন্যদিকে শরীরচর্চাকে প্রাধান্য দিয়েই যে তার এই ফুটবল খেলা, তা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ অন্যান্য দিনের মতই প্রাতঃভ্রমণ করতে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে ইকো পার্কে গিয়ে সরকারের পক্ষ থেকে ঘোষিত “খেলা হবে” দিবসের দিন একটু অন্য মেজাজে দেখা যায় তাকে। মুখে “খেলা হবে” দিবসের বিরোধিতা করলেও শরীরচর্চা করার পাশাপাশি ফুটবল নিয়ে খেলতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। তাহলে কি মুখে বিরোধিতা করলেও তারা এই “খেলা হবে” দিবসকে সমর্থন করছেন! আর সেই কারণেই দিলীপবাবু সকাল সকাল ফুটবলে কিক দিলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলেছি কখনো কাদার ওপর বাতাবি লেবু, আবার কখনও বা প্লাস্টিক দিয়ে বেঁধে খেলতাম। ওরা খেলাকে রাজনীতি ও হিংসার পর্যায়ে নিয়ে গিয়েছে। সিন্ডিকেট, কাটমানির খেলায় নিয়ে গিয়েছে। আমরা চাই ফুটবল খেলা হোক। নতুন প্রজন্ম শরীরচর্চা করুক। বাংলার সম্মান আরও বাড়ুক। ফুটবল খেলছি, গতকাল ক্রিকেট খেলেছি। কিছু না কিছু রোজ করি।”

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে ঘোষিত “খেলা হবে” দিবসকে লাগাতারভাবে কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি। আর সেই কটাক্ষ করার মাঝেই এদিন প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে ফুটবলে মজে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বুঝিয়ে দিলেন, রাজ্যের শাসক দল যে খেলা হবে দিবস পালন করার চেষ্টা করছে, তা শুধুমাত্র হিংসার রাজনীতিতে পর্যবসিত হয়েছে। খেলা হবে দিবসের তারা সব সময় বিরোধিতা করে। তবে এমনি যদি ফুটবল এবং ক্রিকেট খেলার জন্য ব্যবহৃত হয়, তাহলে তা সব সময় স্বাগত বলে মন্তব্য করে রাজ্য সরকারকে কিছুটা চাপের মুখে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!