এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের হারাবেন কি? মুখ্যমন্ত্রী বিধানসভায় বিধ্বস্ত হতে পারেন পুরোনো ‘সাথীর’ মোক্ষম কামড়ে?

বিরোধীদের হারাবেন কি? মুখ্যমন্ত্রী বিধানসভায় বিধ্বস্ত হতে পারেন পুরোনো ‘সাথীর’ মোক্ষম কামড়ে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা নির্বাচনের কিছু সময় পূর্ব থেকেই এলজেপি নেতা চিরাগ পাসোয়ানের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বেশ কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়। যার জেরে একলা চলার নীতি নেন চিরাগ। সম্প্রতি, চিরাগ পাসোয়ান রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। তেমনি আবার বিজেপিকে সন্তুষ্ট করতে নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হনুমান বলে সম্বোধনও করেছেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে চিরাগ পাসোয়ানের এক ভিডিও। যার পর থেকেই এ বিষয়ে শোরগোল পড়ে যায় বিহারের রাজনীতিতে।

কিছুদিন আগেই চিরাগ পাসোয়ানকে উদ্দেশ্য করে জেডিইউ নেতা সঞ্জয় ঝা বলেছিলেন যে, অন্যের কথায় নেচে থাকেন চিরাগ। জেডিইউ নেতা সঞ্জয় ঝা তাঁর এই বক্তব্যে প্রশান্ত কিশোরের দিকে ইঙ্গিত করেছিলেন। তাঁর এই বক্তব্য প্রসঙ্গে চিরাগ পাসোয়ান জানিয়েছেন যে, তাঁর এই ধরনের মন্তব্য করা মানেই প্রধানমন্ত্রীকে অপমান করা। কারণ, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি কাজ করছেন।

আবার, ভিডিও ভাইরাল হলে যথেষ্ট অস্বস্তিতে পড়েন চিরাগ পাসোয়ান। কিন্তু এরপর তিনি আবার নীতীশ কুমারের বিরুদ্ধে পাল্টা বিরূপ মন্তব্য করতে শুরু করেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পেছনে নীতীশ কুমারকে আক্রমণ করে তিনি জানান, এমন ধরনের নিম্নমানের রাজনীতি কখনোই তাঁর কাছ থেকে তিনি আশা করেন না। এভাবেই নির্বাচনের সকালে মিডিয়ার নজরে এসে পড়লেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়া এই ভিডিও সম্পর্কে তিনি জানালেন যে, তিনি জানেন না এই ভিডিও কোন উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়া হয়েছে। তাঁর পিতার মৃত্যুতে তিনি যথেষ্ট শোকগ্রস্ত, তার প্রমাণ দেওয়ার কোন প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। তিনি অভিযোগ করেছেন, যদি তাঁর বিরুদ্ধে প্রশ্ন তুলতেই হবে, তবে তাঁর নীতি ও কার্যপদ্ধতি নিয়ে তাঁকে প্রশ্ন করা যেতে পারত। কিন্তু মুখ্যমন্ত্রী এমন নিম্নমানের রাজনীতি করবেন বলে তিনি আশা করতে পারেনি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে তাঁর সরকার ক্ষমতায় এলে জেলে যেতে হবে মুখ্যমন্ত্রীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারের দুর্নীতি বিষয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করে চিরাগ পাসোয়ান জানালেন যে, বিহারের সবচেয়ে দুর্নীতির বিষয় হলো সাত নিশ্চয় স্কিমের দুর্নীতি। অনেকেই বলেছেন এই স্কিং থেকে ৪০ শতাংশ সাধারণ মানুষ হতে পেরেছেন। কিন্তু তাঁর দাবি, তিনি এর উল্টো ছবি দেখতে পাচ্ছেন। যদি, এমন অবস্থা হয়, তবে এ বিষয়ে তদন্ত করা হবে না কেন? তিনি প্রশ্ন করলেন, মুখ্যমন্ত্রী যদি কোন ভুল নাই বা করে থাকেন, তাহলে তিনি কেন ভয় পাচ্ছেন?

এরপরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানালেন দুর্নীতিতে নাম যদি জড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর, তবে তাঁকে জেলে যেতেই হবে। এর সঙ্গে সঙ্গে তিনি জানালেন যে, বিহারে মদ বিক্রি বন্ধ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন বিহারের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে মদ। এর আগে বিহারে মদ বিক্রি করলে সরকারের রাজস্ব মিলতো। কিন্তু সম্প্রতি বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, কারা এই পাচারকারীদের আড়াল করতে চাইছেন? মদ পাচার করে কারা লাভবান হচ্ছেন? কোথায় যাচ্ছে রাজস্ব? তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী কি এই অর্থ পাচ্ছেন?

এভাবেই ক্ষুরধার ও বিরূপ প্রচারের মাধ্যমে বারবার মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করছেন, তাঁর একসময়ের জোটসঙ্গী। যার মোকাবিলায় হিমশিম খাচ্ছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!