এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিশেষ চমক ও আকর্ষনের সঙ্গে পালিত হতে চলেছে তৃণমূলের খেলা হবে দিবস

বিশেষ চমক ও আকর্ষনের সঙ্গে পালিত হতে চলেছে তৃণমূলের খেলা হবে দিবস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ১৬ ই আগস্ট খেলা হবে দিবস পালন করতে চলেছে তৃণমূল। সেদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গুজরাটের মত রাজ্যেও খেলা হবে দিবস পালন করবে তৃণমূল। বিজেপির পক্ষ থেকে যার তীব্র বিরোধিতা করা হয়েছে। গ্রেট ক্যালকাটা কিলিংস এর দিনে খেলা হবে দিবস পালন করলে দাঙ্গার স্মৃতি উস্কে দেয়া হবে বলে, অভিযোগ করেছে বিজেপি। তবে বিজেপির দাবি মেনে নেয়নি তৃণমূল। খেলা হবে দিবসের দিনে বিশেষ আকর্ষণ রাখতে চলেছে তৃণমূল।

খেলা হবে দিবসের দিনটিকে স্মরণীয় করে রাখতে সেদিন এক বিশেষ ফুটবল ম্যাচের আয়োজন করেছে তৃণমূল। সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় একাদশের সঙ্গে বাংলা একাদশ এর বিশেষ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন যে, আগামী ১৬ ই আগস্ট রাজ্যজুড়ে মোট ৯৪২ টি ইউনিটে খেলা হবে দিবস পালিত হতে চলেছে। এছাড়া রাজ্যে এক আকর্ষণীয় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল পাঁচটা বেজে ত্রিশ মিনিটে এই খেলার আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, করোনা বিধি মেনে এই খেলার আয়োজন করা হবে। স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মানা হবে। জানা যাচ্ছে এই ফুটবল ম্যাচে বাংলার পক্ষ থেকে কৌশিক সরকার অংশগ্রহণ করতে পারেন। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী ম্যাচে অংশগ্রহণ করবেন না বলে, জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে তৃণমূলের খেলা হবে স্লোগান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। নির্বাচনে জয়লাভের পর খেলা হবে দিবসের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন রাজ্যের একাধিক ক্লাবকে ফুটবল বিতরণ করা হবে। বেশ কিছু ক্লাবকে দেয়া হবে আর্থিক সাহায্য। তবে, বিজেপির পক্ষ থেকে বারবার খেলা হবে দিবস পালনের বিরোধিতা করা হয়েছে।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রয়েছে। সারা দেশে বন্ধ রয়েছে খেলাধুলা । কিন্তু রাজ্য সরকার ১০ বছর ধরে খেলাধুলা করে আসছে। তাই এই অবস্থার তাঁরা বদল করতে পারছেন না। ১৬ ই আগস্ট একটি কালো দিন। তৃনমূলের উদ্দেশ্য কি? তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!