এখন পড়ছেন
হোম > জাতীয় > বিশেষ দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, জল মাপছে রাজনীতি মহল

বিশেষ দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর, জল মাপছে রাজনীতি মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের শীর্ষ নেতৃত্বের তলবের দিল্লি গিয়ে গত শুক্রবার রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রেল প্রকল্প আবার চালু করার দাবি জানিয়েছেন তিনি। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করার দাবি করেছেন তিনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে। মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপের পরেই নন্দীগ্রামের রেল প্রকল্প নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে কার্যত তৃণমূল ও বিজেপির। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, নন্দীগ্রামে রেল প্রকল্প নিয়ে আসার কৃতিত্ব রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের রেল প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছে তৃণমূল। তবে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুভেন্দু অধিকারীর উদ্যোগেই নন্দীগ্রামে রেল প্রকল্প এসেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার বন্ধ হয়ে থাকা প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু হতে পারে, এজন্য রেলমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। নন্দীগ্রামের রেল প্রকল্পকে ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে নন্দীগ্রামের মানুষের। বহু মানুষ রেল প্রকল্পের জন্য জমি দান করেছিলেন। কিন্তু প্রকল্পের কাজ অসম্পূর্ণ থেকে গেছে। যার ফলে হতাশা আসতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বৈঠক করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। এই বৈঠক আবার আশার আলো জাগিয়ে তুলেছে সাধারণ মানুষের মনে।

প্রসঙ্গত, রেলপথের দ্বারা নন্দীগ্রামকে তমলুক, দিঘার সঙ্গে যুক্ত করতে এই রেল প্রকল্প আনা হয়েছিল। বাজকুল থেকে নন্দীগ্রাম রেললাইনের কাজ শুরু হয়। এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে তমলুক দীঘা রেললাইনের সঙ্গে নন্দীগ্রাম, বাজাকুল রেলপথ যুক্ত করা হবে। যা হলে নন্দীগ্রামের সঙ্গে হাওড়া, কলকাতার যোগাযোগ যেমন সহজ হবে। তেমনি রাজ্যের যেকোন অংশের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে। এই প্রকল্প যাতে দ্রুত শেষ হয়, তার দাবি রয়েছে স্থানীয় বাসিন্দাদের। এই দাবি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!