এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিস্ফোরক অধীর চৌধুরী ! প্রোটোকল ভেঙে মেট্রো উদ্বোধন কটাক্ষ রেল মন্ত্রককে !

বিস্ফোরক অধীর চৌধুরী ! প্রোটোকল ভেঙে মেট্রো উদ্বোধন কটাক্ষ রেল মন্ত্রককে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বহু প্রতীক্ষা ও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ শিয়ালদহ মেট্রোরেলের উদ্বোধন হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির হাত ধরে । তবে আজ এই প্রকল্পের উদ্বোধন করলেও মেট্রো  চলবে আগামী বৃহস্পতিবার থেকে ।মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পদাধিকারীকে সঠিক সময়ে নিমন্ত্রণ না করার জন্য বিতর্ক শুরু হয়েছে । এই মর্মে আজ সোমবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন,’ আমি প্রায় ১৮ মাস রেলের প্রতিমন্ত্রী ছিলাম। এই দীর্ঘ সময়ে অভিজ্ঞতা থেকে আমি জেনেছি রেলের প্রটোকল অনুযায়ী কোনও রাজ্যে রেলের প্রকল্প উদ্বোধন করলেন সাধারণত সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর আসা দরকার।’

বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বিজেপি সরকার এবং রেল মন্ত্রককে কটাক্ষ করে বলেন ”আমার জানা নেই স্মৃতি ইরানি রেলমন্ত্রী বা নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী কি না। তাঁকে কি কেউ এই প্রকল্প উদ্বোধনের জন্য অথরাইজড করে দিয়েছেন কি না তাও আমার জানা নেই। একজন কেন্দ্রীয় মন্ত্রী অবশ্যই কেন্দ্রীয় ক্যাবিনেটের প্রতিনিধিত্ব করেন। তবে রেল বা নগর উন্নয়ন দপ্তর থেকে কেউ এই প্রকল্পের উদ্বোধনের জন্য এলে গোটা বিষয়টি মানানসই হত কারণ এই প্রকল্পের সাথে ওই দুই মন্ত্রক ওতপ্রোতভাবে জড়িত । রেলের প্রটোকল অনুযায়ী কোনো প্রকল্প উদ্বোধন করল যেখানে এই কাজটি হচ্ছে সেখানকার স্থানীয় সাংসদকে অবশ্যই আমন্ত্রণ করা দরকার। আমি যেখানেই রেলের প্রকল্পের উদ্বোধনে গেছি সেখানে স্থানীয় সাংসদ ডাক পেয়েছেন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!